নির্বাচনহাইলাইটস

পাঁচ মন্ত্রণালয়ের সঙ্গে ইসির বৈঠক

বিদেশী পর্যবেক্ষক নীতিমালা

638দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিদেশী পর্যবেক্ষক নীতিমালা নিয়ে পাঁচ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)।  বৈঠকে পররাষ্ট্র, স্বরাষ্ট্র, আইন, এনবিআর, তথ্য ও সম্প্রচারসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এতে ২১টি নির্দেশনা নিয়ে আলোচনা হয়েছে। পর্যবেক্ষকদের এসব নির্দেশনা মানতে হবে বলে জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। বুধবার (২৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন অফিসে ইসির অতিরিক্ত সচিব এ তথ্য জানান।  মূলত বিদেশী নীতিমালা বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের মতামত নেয় ইসি। এ নীতিমালা ‘যুগোপযোগী’ করার পাশাপাশি বিদেশী পর্যবেক্ষকদের যন্ত্রপাতি আনা ও কর অব্যাহতির বিষয় নিয়েও আলোচনা হয়।

নীতিমালা প্রসঙ্গে অশোক কুমার বলেন, এ নিয়ে সামনে আরো আলাপ-আলোচনা হবে। এরপর খসড়া কমিশন অনুমোদন করবে। যা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে চূড়ান্ত হবে। ইসি কর্মকর্তারা জানান, বুধবারের সভায় ভোট পর্যবেক্ষণে আসা বিদেশীদের আবেদন সীমা, প্রয়োজনীয় কারিগরি সুযোগ-সুবিধা ও প্রাক নির্বাচনী একটি প্রতিনিধি দলের সুপারিশ পর্যালোচনা করে নীতিমালা হালনাগাদের বিষয়ে আলোচনা হয়। এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী প্রাক অনুসন্ধানী প্রতিনিধি দলের প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন। অক্টোবরে আসবে মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল।

এদিকে, আগামী নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইইউর ‘যত খুশি নিরপেক্ষ পর্যবেক্ষক’ পাঠানোকে স্বাগত জানিয়েছে নির্বাচন কমিশন। ইসি বলেন, সেপ্টেম্বরের মধ্যে আবেদনগুলো এলে সুবিধা হয়। কারণ, আরো কিছু আনুষ্ঠানিক রয়েছে। এখানে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্সের বিষয় রয়েছে। নিরপেক্ষ পর্যবেক্ষক পাঠালে, যত সংখ্যক ইচ্ছে পাঠাতে পারে। এতে

এমন আরো সংবাদ

Back to top button