অর্থনৈতিক জোট ব্রিকসের শীর্ষ সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (২২ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা ত্যাগ করেন তিনি। খবরটি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার।
সফরসঙ্গী হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।
প্রেস উইং সূত্রে জানা গেছে, স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটে জোহানেসবার্গের ওআর ট্যাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটির অবতরণের কথা রয়েছে। সেখানে শেখ হাসিনাকে স্বাগত জানাবেন দক্ষিণ আফ্রিকার সরকার মনোনীত মন্ত্রী ও দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নুরে হেলাল সাইফুর রহমান। আগামী ২৭ আগস্ট প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।