আগামী ২০ অক্টোবর মতিঝিল পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১ কিলোমিটার মেট্রোরেল চালু হবে।
আজ রোববার (২০ আগস্ট) রাজধানীর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মেট্রোরেলের মতিঝিল পর্যন্ত চলাচলের উদ্বোধনের দিন বিকাল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সুধী সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এ তথ্যও জানান ওবায়দুল কাদের।
তিনি আরো জানান, আগামী ১৬ সেপ্টেম্বর মেট্রোরেল লাইন ৫ এর নর্দান রুটের (হেমায়েতপুর-ভাটারা) নির্মাণ কাজ শুরু হবে।