দেশহাইলাইটস

এক্সপ্রেসওয়ের কাওলা-ফার্মগেট অংশে সর্বনিম্ন টোল ৮০, সর্বোচ্চ ৪০০ টাকা

54আগামী ২ সেপ্টেম্বর চালু হতে যাচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা থেকে ফার্মগেট অংশ। এক্সপ্রেসওয়ের এই অংশ ব্যবহারের জন্য টোলহার ঘোষণা করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

এ উড়াল পথে সর্বনিম্ন ৮০ টাকা ও সর্বোচ্চ ৪০০ টাকা টোল নির্ধারণ করা হয়েছে।

আজ রোববার (১৯ আগস্ট) রাজধানীর সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে টোল সম্পর্কে বিস্তারিত জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, কার, ট্যাক্সি, জিপ, স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল, মাইক্রোবাস (১৬ সিটের কম) এবং হালকা ট্রাকের (তিন টনের কম) জন্য ৮০ টাকা টোল নির্ধারণ করা হয়েছে।

আরো জানান, মাঝারি ট্রাকের জন্য (ছয় চাকা পর্যন্ত) টোল নির্ধারণ হয়েছে ৩২০ টাকা। বড় ট্রাকের (ছয় চাকার বেশি) টোল দিতে হবে ৪০০ টাকা। আর সব ধরনের বাসের (১৬ সিটের বেশি) জন্য নির্ধারণ করা হয়েছে ১৬০ টাকা।

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।

এমন আরো সংবাদ

Back to top button