দেশহাইলাইটস

‘জাতীয় শোক দিবসে জেডএনআরএফ ইউনিভার্সিটির শোকসভা ও স্মৃতিচারণ’

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর ভাইস চেয়ারম্যান নার্গিস রহমান তার কর্মজীবনে ও ব্যাক্তিগত জীবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে দীর্ঘদিনের স্মৃতি তুলে ধরছেন।
বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর ভাইস চেয়ারম্যান নার্গিস রহমান তার কর্মজীবনে ও ব্যাক্তিগত জীবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে দীর্ঘদিনের স্মৃতি তুলে ধরছেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস এ আয়োজিত হলো বিশেষ শোকসভা এবং দোয়া মাহফিল। মঙ্গলবার (১৫ আগষ্ট) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়টি তাদের বাড্ডার মনোরম ক্যাম্পাসে আয়োজন শুরু করে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং  উপাচার্য প্রফেসর ড. এম. জুবায়দুর রহমান।  বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর ভাইস চেয়ারম্যান নার্গিস রহমান এবং রেজিস্ট্রার ড. মোহাম্মদ আলী। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীগণ এবং শিক্ষার্থীবৃন্দ।
আলোচনার মুখ্যবস্তু ছিল “আমার চোখে জাতির পিতা”। বিশ্ববিদ্যালয়টির ভিসি প্রফেসর ড. এম. জুবায়দুর রহমান ও  বোর্ড অব ট্রাস্টিজ এর ভাইস চেয়ারম্যান নার্গিস রহমান তাদের কর্মজীবনে সরাসরি পেয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাক্ষাত। তারা দুইজনই তাদের সেই স্মৃতি সবার সাথে তুলে ধরেন। আয়োজনে দোয়া মাহফিল ও সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
আয়োজনের তত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ হারেছ ও সহায়তায় ছিলেন ভর্তি বিভাগের কর্মকর্তা মো: সৌরভ হোসাইন।  শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়টি সকল ধরনের জাতীয় দিবস  ও বিশেষ দিবস গুলোতে, অনুষ্ঠানের আয়োজন করে থাকে, যা তাদের একজন সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক।

এমন আরো সংবাদ

Back to top button