দেশহাইলাইটস

দুই মার্কিন কংগ্রেসম্যান ঢাকায় আসছেন আজ

 যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের জর্জিয়ার কংগ্রেসম্যান রিক ম্যাক্রোরমিক ও হাওয়াইয়ের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান এড কেইস (বামে)। ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের জর্জিয়ার কংগ্রেসম্যান রিক ম্যাক্রোরমিক ও হাওয়াইয়ের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান এড কেইস (বামে)। ফাইল ছবি

চার দিনের সফরে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের জর্জিয়ার কংগ্রেসম্যান রিক ম্যাক্রোরমিক এবং হাওয়াইয়ের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান এড কেইস আজ শনিবার (১২ আগস্ট) ঢাকায় আসছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সফরকালে কংগ্রেসম্যানরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বৈঠক করবেন। বৈঠকে নির্বাচনসহ বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।

সফরের দ্বিতীয় দিন রোববার (১৩ আগস্ট) কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন (আরআরআরসি) ও জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করবেন দুই কংগ্রেসম্যান। এরপর ঢাকায় এসে তারা পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।

গত ৬ আগস্ট রাতে ঢাকা সফরে এসেছিলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিউ।

দুই কংগ্রেসম্যানের ঢাকা সফরের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেছেন, রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া অর্থ ঠিকমতো ব্যবহার করা হচ্ছে কি না, সেটি দেখতে আসছেন তারা। যুক্তরাষ্ট্র রোহিঙ্গা অর্থায়নে অন্যতম বড় দাতা। আর এ দুই কংগ্রেসম্যান এসব অর্থায়ন কমিটিতে রয়েছেন। তাই, তারা দেখবেন কীভাবে তাদের অর্থ ব্যবহার করা হচ্ছে।

এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী গতকাল শুক্রবার সিলেটে এক অনুষ্ঠানে বলেন, ‘আমরা এখন বৈশ্বিক হেলাখেলার মধ্যে পড়ে গেছি। ধনী দেশগুলো চীনের উন্নয়ন সহ্য করতে পারছে না। ভৌগোলিক অবস্থান ও উন্নয়নের কারণে বাংলাদেশও বিদেশিদের কাছে অধিক গুরুত্ব পাচ্ছে। একটি দল ও তাদের প্রবাসী সহযোগীরা বাংলাদেশ নিয়ে বিদেশিদের কাছে অপপ্রচার চালাচ্ছে।’

এমন আরো সংবাদ

Back to top button