শিক্ষাহিরো অফ দি ডে

বগুড়ার হাফসা চিত্রাঙ্কনে রাজশাহী বিভাগে প্রথম স্থান অর্জন করলো

BOGRA NEWS (1) hafsa 24.07.2023বগুড়ার এস ও এস হারম্যান মেইনার স্কুল এন্ড কলেজের ছাত্রী খন্দকার হাফসা বিনতে হানিফ জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার চিত্রাঙ্কন বিভাগে এবার জেলার পর রাজশাহী বিভাগেও ১ম স্থান অর্জন করেছে। সে গ’ বিভাগ থেকে প্রথম স্থান অর্জন করেছে। এরপর সে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনে লড়াই করবে। এস ও এস হারম্যান মেইনার স্কুল এন্ড কলেজের সে ১০ম শ্রেণীর ছাত্রী। এর আগে জাতীয় খেলা ঘর প্রতিযোগিতায় জেলায় সেরা হয়ে জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করেছিল। খন্দকার হাফসা বিনতে হানিফ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার খন্দকার হানিফুল ইসলাম ও তাসরিনা খন্দকারের কন্যা। সে সকলের কাছে দোয়া প্রার্থী যেন জাতীয় পর্যায়ে বগুড়ার হয়ে ভালো ফলাফল করতে পারে।

মাধ্যম
এইচ আলিম

এমন আরো সংবাদ

Back to top button