ছয়দিনের সফরে আজ ঢাকায় আসছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি এমোন গিলমোর। সফরের মূল উদ্দেশ্য সরজমিনে রোহিঙ্গা পরিস্থিতি দেখা ও আলোচনা করা। কূটনৈতিক সূত্র অনুযায়ী, সার্বিকভাবে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়েও সফরে আলোচনা হতে পারে। জানা গেছে, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে এমোন গিলমোরের। সফরের দ্বিতীয় দিনে তিনি আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন।
এসব আলোচনায় রোহিঙ্গা পরিস্থিতির পাশাপাশি এদেশের রাজনীতি, সুশাসন, নির্বাচন, নাগরিক অধিকারের চর্চা, সংখ্যালঘুদের অধিকার নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া তিনি নাগরিক সমাজের প্রতিনিধি, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি, ঢাকায় জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন। রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে তিনি ২৭ জুলাই কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে যাবেন।
গত ৬ জুলাই সাপ্তাহিক ব্রিফিংয়ে মানবাধিকারবিষয়ক ইইউর বিশেষ প্রতিনিধির বাংলাদেশ সফরের তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিফিংয়ে বলা হয়, মানবাধিকারবিষয়ক ইইউর বিশেষ প্রতিনিধি এমোন গিলমোর জুলাই মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সফর করবেন বলে আশা করা যাচ্ছে। সফরকালে তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং মানবাধিকারবিষয়ক সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন।