দেশহাইলাইটস

খাদ্য সম্মেলনে যোগ দিতে ইতালির পথে প্রধানমন্ত্রী

89+876জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) উদ্যোগে আয়োজিত খাদ্য সম্মেলনে যোগ দিতে ইতালির পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (২৩ জুলাই) ভোর ৫টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশে রওনা হন তিনি। রোমের স্থানীয় সময় আজ বেলা ২টা ৫ মিনিটে তিনি অবতরণ করবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমানবন্দর উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সদস্য, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিনবাহিনীর প্রধান ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সব তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-২ এ বি এম সরওয়ার-ই-আলম সরকার। সফরসূচি অনুযায়ী, আগামীকাল খাদ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৫ জুলাই ইতালির নতুন সরকারের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করবেন তিনি এবং ২৬ জুলাই সকালে দেশে ফিরবেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আছেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। তিনদিনের এ সম্মেলনে ৩০টির বেশি অনুষ্ঠান হবে। সফরে ইতালির সঙ্গে জ্বালানিবিষয়ক ও সংস্কৃতি বিনিময়বিষয়ক দুটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। পাশাপাশি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। এছাড়া সম্ভাবনা রয়েছে প্রতিরক্ষা বিষয়ে আলোচনারও।

এমন আরো সংবাদ

Back to top button