দেশ
আইইবি মহিলা কমিটির ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সাংস্কৃতিক সন্ধ্যা
সম্প্রতি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) এর মহিলা কমিটির ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সাংস্কৃতিক সন্ধ্যার উদযাপিত হয়। বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম পেশাগত সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) এর রমনাস্থ মূল ভবনে এ আয়োজন হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর, বিশেষ অতিথি ছিলেন সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী এস এম মঞ্জুরুল হক মঞ্জু। এছাড়াও মহিলা কমিটির সভাপতি, সদস্য-সচিব সহ আইইবি’র অন্যান্য নেত্রীবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
এই সন্ধ্যায় স্মৃতি চারন, কেক কাটা, এ, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন আয়োজন করা হয়।