আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপে বাংলাদেশের প্রার্থীতাকে ত্বরান্বিত করতে কম্বোডিয়ার সমর্থন চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। জাকার্তায় চলমান ৩০তম আসিয়ান রিজিওনাল ফোরামের বৈঠকের ফাঁকে কম্বোডিয়ার উপ-প্রধানমন্ত্রী প্রাক সোখোনের সঙ্গে আয়োজিত বৈঠকে এ সমর্থন চান তিনি। মঙ্গলবার (১৮ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে তারা পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া ভবিষ্যতে বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।
রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশের উদ্বেগের কথা কম্বোডিয়ার উপ-প্রধানমন্ত্রীকে জানান ড. মোমেন। তিনি রোহিঙ্গাদের দ্রুত এবং নিরাপদে প্রত্যাবাসনে অনুকূল পরিবেশ তৈরি করতে মিয়ানমারকে রাজি করাতে আসিয়ান দেশগুলোর আরও সক্রিয় ভূমিকায় দেখতে চান।
মোমেন বাংলাদেশের ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল সম্পর্কে কম্বোডিয়ার উপ-প্রধানমন্ত্রীকে অবহিত করেন। তিনি বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, কৃষি প্রক্রিয়াকরণ শিল্প, যোগাযোগ কৃষি, অবকাঠামো উন্নয়ন, ওষুধ, বিমান যোগাযোগ ও আইসিটি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা ত্বরান্বিত করার ওপর জোর দেন।
এছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সোখোনকে মুক্ত বাণিজ্য চুক্তি সই করার অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী