
ঢাকার বাড্ডায় অবস্থিত ‘জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস (জুমস)’ বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়েছে গবেষক তাওহীদ হাসান। সম্প্রতি এই নিয়োগ কার্যকরি হয়েছে বলে জানা যায়।
প্রায় দশ বছর একাডেমিয়া ও ইন্ড্রাষ্ট্রিতে কর্মরত ছিলেন তিনি। তিনি পিএইচডিতে মালায়েশিয়ার ‘ইউনিভার্সিটি মালায়েশিয়া তেরেংগানু’ তে ‘হাইব্রিড এনার্জি’ নিয়ে ড. শাহরিজান জামালুদিন ও ড. নিকসানি ওয়ান এর অধিনে গবেষক হিসেবে কাজ করেছেন। তার বিভিন্ন কনফারেন্স ও জার্নালে পাবলিকেশনের সংখ্যা প্রায় পচিশটির বেশি। সম্প্রতি তিনি মালায়শিয়া থেকে পিএইচডি গবেষণার জন্য ‘টিএমএনএ রিসার্চ এওয়ার্ড’ পেয়েছেন। এর আগেও তিনি গবেষণার জন্য ততোধিক এওয়ার্ড গ্রহন করেছেন। দেশের একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন তিনি। দেশের বাইরেও শিক্ষাকতার অভিজ্ঞতা রয়েছে তার। ২০১৩ সালের দিকে তিনি উচ্চ শিক্ষার জন্য কানাডাতে যান। যুক্তরাষ্ট্রের স্টানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকেও তার একটি অনলাইন সার্টিফিকেট কোর্স করা রয়েছে। দেশে ফিরেই ব্যস্ত হয়ে পরেন, বিভিন্ন প্রজেক্টে।
উল্লেখ্য, জুমস বিশ্ববিদ্যালয়ে তিনি শুধু অনারারী শিক্ষকতাই করবেন না, এর পাশে গবেষণা ও ব্যবস্থাপনার কাজেও নিয়োজিত হবেন। দেশ বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করা ও সেরা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকার অভিজ্ঞতা, তার নতুন কর্মক্ষেত্রকে নতুন মাত্রায় গতি দেবে বলে আশাকরা হচ্ছে। তার যোগদানের সময়ে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য, ফ্যালাটি মেম্বার ও ট্রাষ্টি সদস্য উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়টির উপাচার্য যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন পরামর্শক ও অধ্যাপক হিসেবে কর্মরত, অধ্যাপক ড. এম জুবাইদুর রহমান জানিয়েছেন, গতানুগতার বাইরে গিয়ে তিনি তার বিশ্ববিদ্যালয়টিকে মান সম্মতভাবে পরিচালনা করতে চান। বানিজ্যিক প্রতিষ্ঠান নয়, দায়িত্বের জায়গা থেকে শিক্ষা বিস্তারে অবদান রাখতে চান তিনি’। তার প্রতিষ্ঠানে দেশের বাইরে থেকে লেখাপড়া সম্পন্ন করা স্কলারদেরই নিয়োগ দেয়া হচ্ছে। প্রতিষ্ঠার শুরু থেকেই শিক্ষার মানে কোন ছাড় দেয়া হচ্ছেনা’।
বাড্ডার লিংক রোডের কাছে, পোষ্ট অফিস গলির বিপরীতে, প্রগতি স্মরণী, এফ-১৫ মধ্যবাড্ডা, জাহানারা প্লাজায় এই বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিনন্দন ক্যাম্পাস পরিচালিত হচ্ছে। ইঞ্জিনিয়ারিং, ব্যবসায়ে প্রশাসন, ইকোনমিকস, ইংরেজি ইত্যাদি প্রোগ্রামে শিক্ষা-কার্যক্রম চলমান রয়েছে। গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য এখানে বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। শিক্ষাখাতে একটি দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে চাচ্ছে এই বিশ্ববিদ্যালয়৷