জলবায়ু পরিবর্তনহাইলাইটস

ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘কালচার অ্যান্ড এডুকেশন ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

BRAC University Press Release 06 July 2023ব্র‍্যাক ইউনিভার্সিটিতে ‘কালচার এন্ড এডুকেশন ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩ ব্র‍্যাক ইউনিভার্সিটির অডিটরিয়ামে ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অফ আর্কিটেকচার অ্যান্ড ডিজাইনের পোস্ট গ্র‍্যাজুয়েট প্রোগ্রামস ইন ডিজাস্টার ম্যানেজমেন্ট (পিপিডিএম) এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। বাংলাদেশে দুর্যোগ ঝুঁকি প্রশমনে উচ্চ শিক্ষা এবং উন্নত গবেষণার সুযোগ বিষয়ে আলোচনাই ছিল এই সেমিনারের লক্ষ্য।

প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ঝুঁকি হ্রাস সংক্রান্ত জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি এবং জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক দফতর (ইউএনডিআরআর) এর হেড মামি মিজুতোরি। ব্র্যাক ইউনিভার্সিটির প্রো-ভাইস-চ্যান্সেলর এবং ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ, পিএইচডি ছাড়াও  অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহুপাক্ষিক অর্থনৈতিক বিষয়াবলীর ডিরেক্টর জেনারেল ফাইয়াজ মুরশিদ কাজী, ব্র্যাকের ভারপ্রাপ্ত এক্সিকিউটিভ ডিরেক্টর কেএএম মোর্শেদ, ব্র্যাক ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর মাহবুব রহমান, রেজিস্ট্রার ড. ডেভিড ড্যাউল্যান্ড, ইউনেস্কো বাংলাদেশের অফিসার-ইন-চার্জ প্রধান সু ভাইজ, পিএইচডি, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস এবং ব্র্যাক ইউনিভার্সিটির পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামস ইন ডিজাস্টার ম্যানেজমেন্ট এর অ্যাসিসটেন্ট প্রফেসর ড. ইমন চৌধুরী।  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অফ আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন এর ডিন প্রফেসর ফুয়াদ হাসান মল্লিক।  ব্র্যাক ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশে অবস্থিত বিভিন্ন কুটনৈতিক মিশন, সরকারি সংস্থা, জাতিসংঘ, আন্তর্জাতিক বেসরকারি সংস্থা, বেসরকারি সংস্থা এবং শিক্ষা সংশ্লিষ্ট উর্ধ্বতন কমকর্তাবৃন্দ।

দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহায়তায় বাংলাদেশের সাফল্য তুলে ধরে বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।  তিনি বলেন, জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক দফতর এর সেন্ডাই ফ্রেমওয়ার্ক এর সাথে সামঞ্জস্য রেখে কাজ করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় যা দুর্যোগ ঝুঁকির তিনটি মাত্রা মোকাবেলার ওপর গুরুত্বারোপ করে।

দুর্যোগ ঝুঁকি হ্রাস সংক্রান্ত জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি এবং জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক দফতর এর হেড মামি মিজুতোরি বলেন, ‘দুর্যোগের ঝুঁকিসমূহকে আমাদের আরো ভালোভাবে জানতে হবে, ঝুঁকি সম্পর্কিত সিদ্ধান্তগুলো সম্পর্কেও নিশ্চিত হতে হবে, দুর্যোগ সম্পর্কিত সবগুলো ডিসিপ্লিনকে এক ছাতার নিচে আনতে হবে যাতে করে ২০২৬ সালে উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়ার ক্ষেত্রে দুর্যোগ যাতে কোনো বাধা না হয়ে দাড়াতে পারে। ’

ব্র্যাক ইউনিভার্সিটির প্রো-ভাইস-চ্যান্সেলর এবং ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ, পিএইচডি তার বক্তব্যে জাতীয় ও বৈশ্বিক পরিমণ্ডলে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় ব্র্যাক ইউনিভার্সিটির অ্যাকাডেমিক প্রোগ্রাম এবং গবেষণা কার্যক্রমসমূহের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন। তিনি বলেন, ‘ব্র্যাক ইউনিভার্সিটি চলমান দুর্যোগ সম্পর্কিত সমস্যাসমূহ এবং তাদের বৈচিত্র্যের সাথে খাপ খাইয়ে নেওয়ার পাশাপাশি দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং দুর্যোগ প্রশমনের গুরুত্বপূর্ণ সমসাময়িক ধারণাগুলির সাথে পরিচিত হতে বিশেষায়িত অ্যাকাডেমিক প্রোগ্রাম প্রস্তুত করেছে।’

 

এমন আরো সংবাদ

Back to top button