এন্টারটেইনমেন্ট

সপরিবারে প্রিয়তমা দেখলেন আইসিটি প্রতিমন্ত্রী

 ছবি : জুনাইদ আহ্‌মেদ পলকের ফেসবুক ভেরিফায়েড পেজ থেকে এবার ঈদে সারা দেশে মুক্তি পেয়েছে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। সিনেমাটি মুক্তির দিন থেকে সিনেমাটি দেখতে উপচে পড়েছে দর্শকরা। কোনো কোনো সিনেমা হলে হাউজফুল যাচ্ছে সিনেমাটি। কোথাও কোথাও টিকিট পাওয়া যাচ্ছে না। এমন সময়ে গতকাল রোববার সিনেমাটি দেখতে স্ত্রী সন্তানসহ রাজধানীর স্টার সিনেপ্লেক্সে উপস্থিত হন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক।

স্টার সিনেপ্লেক্সের সামনে এসে জুনাইদ আহ্‌মেদ পলক তার ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেন,‘ আজ বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে আমার প্রিয়তমাসহ অপূর্ব ও অনির্বাণের সাথে উপভোগ করলাম বাংলা চলচ্চিত্র “প্রিয়তমা”। সিনেমাটা পুরোটা সময় ধরে উপভোগ করলাম। প্রিয়তমা সিনেমাটা একটি শক্তিশালী আবেগপ্রবণ সিনেমা।’

সিনেমাটি দেখে আবেগপ্রবণ হয়েছি বলে জানিয়ে পলক লিখেছেন, ‘প্রিয়তমা সিনেমার মাধ্যমে শাকিব খান তার অভিনয় শিল্পের মাধ্যমে আবারও প্রমাণ করেছেন বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য তার অবদান অনন্য। প্রিয়তমা সিনেমাটা দেখে আমিও এতোটাই আবেগপ্রবণ হয়েছি যে, এক সময় নিজের চোখের পানিই ধরে রাখতে পারিনি। এমন একটা সিনেমা উপহার পেয়ে একজন দর্শক হিসেবে আমি খুবই গর্বিত, আনন্দিত ও আবেগতাড়িত।’

সবাইকে সিনেমা দেখার আমন্ত্রণ জানিয়ে প্রতিমন্ত্রী লেখেন, ‘সবাইকে আমন্ত্রণ জানাবো আপনারা সিনেমা হলে আসুন এবং অনেক অনেক শুভকামনা ‘প্রিয়তমা’ সিনেমার নির্মাতা ও সকল কলাকুশলীদের যাতে তারা ভবিষ্যতেও আমাদের এমন অনন্য সৃষ্টি উপহার স্বরুপ দিতে পারে।

এমন আরো সংবাদ

Back to top button