দেশ

দুদক কমিশনার হিসেবে যোগ দিলেন আছিয়া খাতুন

 দুদক কমিশনার আছিয়া খাতুন। ছবি : ইউএনবির প্রতিবেদন থেকে নেওয়া
দুদক কমিশনার আছিয়া খাতুন। ছবি : ইউএনবির প্রতিবেদন থেকে নেওয়া

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার হিসেবে সাবেক সচিব আছিয়া খাতুন দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল রোববার (২ জুলাই) তিনি এই পদে যোগদান করেন। দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ ও কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক তাকে ফুলের তোঁড়া দিয়ে শুভেচ্ছা জানান। কমিশনের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বৈঠকে সচিব মোহাম্মদ মাহবুব হোসেন, মহাপরিচালক, পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক ও উপসহকারী পরিচালকেরা উপস্থিত ছিলেন।

দুদক কমিশনার মো. মোজাম্মেল হক খান গত ১ জুলাই অবসরে যান।

এমন আরো সংবাদ

Back to top button