জেলার খবররাজনীতি

তরুণদের মাঝেই স্মার্ট বগুড়া ও বাংলাদেশ দেখতে চাই- রাগেবুল আহসান রিপু এমপি

BOGRA RIPU VAI NEWS 02.7.2023 Inbox বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সারা দেশে উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। অন্যান্য জেলার মত বগুড়াতেও উন্নয়নের ছোঁয়া লেগেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বগুড়াবাসিকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বগুড়া সিরাজগঞ্জ রেললাইন নির্মাণ, ইপিজেড নির্মাণ, ২য় বিসিক শিল্পনগরী, শাহ ফতেহ আলী সেতু নির্মাণ, শহীদ মিনার তৈরির জন্য ৫০ লাখ টাকা ও বগুড়া প্রেসক্লাব ভবন নির্মাণের জন্য ৫০ লাখ টাকা, বগুড়া পৌরসভার জন্য ১৫০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রস্তাব, শেখ কামাল আইটি পার্ক, কর্মসংস্থান এর ব্যবস্থা করে দিয়েছে। বগুড়া সদর আসনে আওয়ামী লীগের এমপি না থাকায় এতগুলো উন্নয়ন থেকে পিছিয়ে ছিলো বগুড়া। এখন কিন্তু এই উন্নয়ন হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বগুড়ার মেধাবী ছাত্র সমাজের জন্য বিশ্ববিদ্যালয় উপহার দিয়েছেন। অর্থনৈতিক জোনের কথা মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বরেছেন। আমরা বগুড়াবাসী শেখ হাসিনার কাছে চিরকৃতজ্ঞ। তিনি বলেন, বগুড়াবাসীর সহযোগিতা নিয়ে বগুড়ার আরও কিছু উন্নয়নে ভূমিকা রাখতে চাই। বগুড়ার তরুণরা মেধাবী। তাদের মেধার কারণে জাতীয়ভাবে বগুড়ার অবদান রয়েছে। আমাদের বগুড়ার ছেলে মেয়েরা বিভাগের মধ্যে সবচেয়ে মেধাবী। প্রথম থেকে দশের মধ্যে আমাদের ছেলে মেয়েরা থাকে। আমাদের কলেজগুলো এত সুন্দর ফলাফল করে। এই তরুণরায় বগুড়াকে স্মার্ট বগুড়া এবং বাংলাদেশ গড়ে তুলবে। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে আজকের তরুণদের এগিয়ে যেতে হবে। উন্নয়নে ভূমিকা রাখতে হবে। তরুণদের মাঝেই আমরা স্বাধীনতার স্বপক্ষের স্মার্ট বাংলাদেশ দেখতে চাই।

শনিবার রাতে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে মাদক ও জঙ্গিবাদ বিরোধী নর্দান গানার ডাউন টাউন রক ফেস্টিভ্যালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে প্রদান বক্তা ছিলেন বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া পুলিশ লাইন্স স্কুল এনআড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, বগুড়া পৌরসভার প্যানেল মেয়র আলহাজ¦ শেখ, বগুড়া প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট আব্দুস সালাম বাবু, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, জলেশ^রীতলা ব্যবসায়ি মালিক সমিতির সাধারণ সম্পাদক এডনিস তালুকদার বাবু। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মিউজিশিয়ানস এসোসিয়েশন বগুড়ার আহবায়ক হাসিবুল হাসান মুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ও সাংবাদিক এইচ আলিম ও হাবীব। অনুষ্ঠানে সোনার বাংলা সার্কাস, ওনড, মেটাল লীড, এভিকশন, নেগেটিভ ওয়ানসহ ছটি ব্যান্ডদল অংশগ্রহণ করে। মিডিয়া পার্টনার হিসেবে ছিলো দৈনিক চাঁদনী বাজার। সহযোগিতায় বিএমএ বগুড়া শাখা। ডাউন টাউন রক ফেস্টিভ্যালের আহবায়ক মুহাইমিনুল হাসান মীমসহ আয়োজক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যান্ড দল সঙ্গি পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখেন। দুপুর থেকে শুরু হয়ে রাত্রি প্রায় সাড়ে ১১ টা পর্যন্ত অনুষ্ঠান ছিলো প্রাণবন্ত।

সম্পাদনা
এইচ আলিম

এমন আরো সংবাদ

Back to top button