প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেটের নবনির্বাচিত মেয়র আনোয়ার জামান চৌধুরী। এ সময় প্রধানমন্ত্রী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। আজ রোববার (২৫ জুন) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এর আগে গত ২১ জুনের নির্বাচনে সিলেট সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের এই প্রার্থী। নির্বাচনে বিজয়ী হয়ে সবাইকে নিয়ে স্মার্ট সিটি গড়ে তোলার প্রতিশ্রুতি দেন আনোয়ার জামান চৌধুরী। তিনি বলেন, এ বিজয় সাধারণ জনগণের। এই বিজয় আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের।