এন্টারটেইনমেন্ট

মিশন ইমপসিবলের নতুন কিস্তি নিয়ে টম ক্রুজ

ইয়নহলিউড আইকন টম ক্রুজের ‘মিশন ইমপসিবল: ডেড রেকনিং পার্ট ওয়ান’ আগামী ১২ জুলাই মুক্তি পাবে। তার আগেই সম্প্রতি রোমে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়ে গেল। তারকাবহুল এ অনুষ্ঠানে আভিজাত্য নিয়ে হাজির ছিলেন ‘টপ গান: ম্যাভেরিক’ খ্যাত এ অভিনেতা। দুর্দান্ত থ্রিল ও অ্যাকশনে ভরপুর এ সিনেমা তৈরিতে প্রয়োজনীয় সমর্থন দেয়ার জন্য তিনি ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। ভক্তদের সিনেমাটি নির্মাণের বিভিন্ন গল্প শোনান তিনি। প্রিমিয়ারের একটি ভিডিও তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ভিডিওতে টম সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সিনেমার জন্য নিখুঁত একটি প্রেক্ষাপট হিসেবে তিনি রোমের প্রশংসা করেন। ভিডিওটি শেয়ার করে টম ক্রুজ লেখেন, ‘মিশন ইমপসিবল: ডেড রেকনিং পার্ট ওয়ানের জন্য রোম অসাধারণ একটি প্রেক্ষাপট। আগামী মাসে সবাই সিনেমাটি বড় পর্দায় দেখতে পাবেন। সিনেমাটি প্রেক্ষাগৃহে আসা নিয়ে আমি অপেক্ষা করছি।’

‘মিশন ইমপসিবল: ডেড রেকনিং পার্ট ওয়ান’ সিনেমায় একটি রেসিংয়ের দৃশ্য আছে। এ দৃশ্যে তার সঙ্গে সহঅভিনেতা হেইলি অ্যাটওয়েলকে দেখা যাবে। ভিডিওতে টম ক্রুজ কারটি দেখান। এটি তিনি ও অ্যাটওয়েল চালিয়েছেন। তিনি এর নাম দিয়েছেন ট্রিক্সি। মজা করে টম এ কারের অনিশ্চিত আচরণের কথা ভক্তদের বলেছেন। এ ব্যাপারে হেইলিও তার সঙ্গে যোগ দিয়েছেন। লাল গালিচায় কারটি নিজের আলাদা অবস্থান তৈরি করেছে বলে তিনি স্বীকার করে নেন। হেইলি বলেন, ‘আমি লক্ষ করেছি, সে লাল গালিচায় তার স্বকীয় অবস্থান তৈরি করেছে।’ টম ক্রুজ তখন মজা করে বলেন, ‘‌কারটি তাদের অনেক ভুগিয়েছে।’ ভক্তদের উদ্দেশে তিনি বলেন, ‘দয়া করে কারটির প্রতি আপনারা কোনো সহানুভূতি দেখাবেন না।’ সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে ক্রুজ বলেন, ‘আমরা এ কারে উঠতাম। সেখানে একটি হাত রাখতাম। তারপর আমার অবস্থা এমন হতো যে আমি নিজেকে বলতাম, চিন্তা করো না। এটি ঠিক হয়ে যাচ্ছে।’ তারপর হেইলির দিকে তাকিয়ে তিনি বলতেন, ‘হেইলি, আমি প্রতিজ্ঞা করছি। তুমি কি আমাকে বিশ্বাস করো?’ হেইলি মজা করে বলতেন, ‘না।’

এমন আরো সংবাদ

Back to top button