দেশহাইলাইটস

বীর মুক্তিযোদ্ধার ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

Shafiqul Bahar Mazumder Tipu (সফিকুল বাহার মজুমদার টিপু)আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বাহার উদ্দিন রেজা বীর প্রতীকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানবন্ধন ও বিক্ষোভ হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানবন্ধনে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের সমাবেশ বিক্ষোভ মিছিল করে।

মানবন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা সফিকুল বাহার মজুমদার টিপু, আনোয়ার হোসেন পাহাড়ী বীর প্রতীক, সাহাব উদ্দিন, আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি নুর ইসলাম মোল্লা, বিক্ষোভের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি উপ-কমিটির সদস্য আওয়ামী লীগ নেতা তমিজ উদ্দিন ভুইঁয়া সেলিম, আমরা মুক্তিযোদ্ধা সন্তান সংগঠনের সেক্রেটারি সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন, প্রজন্ম কমান্ডের অহিদুল ইসলাম তুসার প্রমুখ

মুক্তিযোদ্ধারা এই নির্মম ঘটনার দ্রুত বিচার দাবি করেছেন। সমাবেশ শেষে প্রায় ৫০০ শতাধিক মুক্তি যোদ্ধার মিছিল রাজধানীর গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও এ ঘটনার প্রতিবাদে চৌদ্দগ্রাম ও কুমিল্লায় সভা সমাবেশ বিক্ষোভ মিছিল হয়েছে। চৌদ্দগ্রামে বক্তব্য দেন কমান্ডার সিদ্দিকুর রহমান, আবদুল হাই কানু, সাবেক মেয়র মিজানুর রহমান। কুমিল্লায় জেলা কমান্ডার সফিউল আহমেদ বাবুল প্রমুখ।

এমন আরো সংবাদ

Back to top button