মোংলা রফতানি প্রক্রিয়াকরণ এলাকায় (মোংলা ইপিজেড) প্যাকেজিং শিল্প স্থাপন করতে যাচ্ছে চীনা কোম্পানি মেসার্স ইউয়ানশুন এন্টারপ্রাইজ কোম্পানি লিমিটেড। এই উদ্যোগে প্রতিষ্ঠানটি বিনিয়োগ করবে ৯৪ লাখ ৯০ হাজার ডলার, কর্মসংস্থান হবে ৪৯০ জন বাংলাদেশীর। শতভাগ বিদেশী মালিকানাধীন প্রতিষ্ঠানটি বার্ষিক এক কোটি পিস বিভিন্ন ধরনের বক্স তৈরি করবে। এর মধ্যে রয়েছে পেপার বক্স, জুয়েলারি বক্স, জুয়েলারি ব্যাগ, ওয়াচ বক্স, গিফ্ট বক্স ও কার্টুন। এ উপলক্ষ্যে বেপজা ও ইউয়ানশুন এন্টারপ্রাইজ সম্প্রতি (১৫ জুন) রাজধানীর বেপজা কমপ্লেক্সে চুক্তি স্বাক্ষর করেছে।
বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ ও ইউয়ানশুন এন্টারপ্রাইজের পরিচালক লিন ইউয়ান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান।অন্যান্যের মধ্যে ছিলেন বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) নাফিসা বানু, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন ও নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম।