সপ্তাহ শেষে বাড়তে পারে বৃষ্টি
গত কয়েক দিনে দেশের বেশির ভাগ জেলা বৃষ্টির দেখা পেয়েছে। চলতি সপ্তাহের শেষ নাগাদ এই প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ সোমবার (১৯ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসেও রয়েছে হালকা থেকে ভারী বা বজ্রসহ বৃষ্টির আভাস। আবহাওয়া অফিস বলছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকা, রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের অনেক এলাকা এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
এই সময় সারা দেশে দিন-রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে পূর্বাভাসে।
সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হচ্ছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এই সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে ও আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিটে।