রাজনীতিহাইলাইটস

‘ট্রাভেল পাস’ পেয়েছেন, দেশে ফিরতে পারবেন সালাহ উদ্দিন

ফাইল ছবি
ফাইল ছবি

ভারতে আটকে পড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ গত সোমবার দেশে ফেরার ‘ট্রাভেল পাস’ হাতে পেয়েছেন। মঙ্গলবার সালাহ উদ্দিন আহমেদ কালের কণ্ঠকে এ কথা জানান। তিনি বলেন, বাংলাদেশ মিশন থেকে তিন মাসের ট্রাভেল পাস পেয়েছি। এটি ৮ জুন ইস্যু করা হয়েছে। ভারতে আরো কিছু আইনি প্রক্রিয়া বাকি রয়েছে। তারপর দেশে ফিরতে পারব। কবে নাগাদ দেশে ফিরবেন জানতে চাইলে সালাহ উদ্দিন আহমেদ জানান, দেশে ফেরার আগে শারীরিক চেপআপ করবেন। সেজন্য দিল্লি যেতে হবে।

যে হাসপাতাল তিনি চিকিৎসা করিয়েছিন সেখানে চিকিৎসা করাবেন।  সালাহউদ্দিন আহমেদ কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিসসহ বেশ কিছু রোগে ভুগছেন দীর্ঘদিন ধরে। তিনি বলেন, কবে দেশে ফিরবো এখনই বলতে পারছি না। কারণ শারীরিক যেসব সমস্যায় ভুগছি তা দেখানোর পর সময়সূচি ঠিক করতে পারবো। দেশ যাওয়ার প্রতীক্ষায় আছি। কিন্তু চিকিৎসা এখানে সেরে যেতে না পারল দেশে ফিরে কি অবস্থায় পড়বো তা নিয়ে শঙ্কায়ও আছি। গত ৫ বছর আদালতের অনুমতি ছাড়া তিনি শিলংয়ের বাইরে যেতে পারেননি। এসব কারণে তার চিকিৎসার ফলোআপ করতে পারেননি তিনি। ২০১৬ ও ২০১৭ সালে তার কিডনি ও ঘাড়ে দুইটি অস্ত্রোপচার হয়েছে। এরও আগে বাংলাদেশে তার হার্টে তিনটি রিং বসানো হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আট বছর আগে ভারতের বাংলাদেশ লাগোয়া রাজ্য মেঘালয়ের রাজধানী শিলংয়ে অনুপ্রবেশের মামলায় গ্রেপ্তার হন, তার বিরুদ্ধে মামলাও হয়। সেই মামলায় গত ফেব্রুয়ারিতে তিনি খালাস পেলেও ‘ট্রাভেল ডকুমেন্ট’ না পাওয়ায় দেশে ফিরতে পারছিলেন না। কারণ তার কাছে পাসপোর্ট নেই।  গত ৮ মে গুয়াহাটিতে বাংলাদেশ মিশনে আবেদন করেন সালাহউদ্দিন আহমেদ। এই পরিপ্রেক্ষিতে তাকে দেশে ফেরার ট্রাভেল পাস ইস্যু করা সিদ্ধান্ত দেয় বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ৮ জুন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতিক শাখার মহাপরিচালক রফিকুল ইসলাম সাংবাদিকদের একথা জানিয়ে বলেছেন, এর ফলে বিএনপি নেতা সালাহ উদ্দিনের দেশে ফেরার ক্ষেত্রে এখন আর কোনো বাধা নেই।

এমন আরো সংবাদ

Back to top button