ভালো ছাতা চেনার কৌশল
মুষলধারে বৃষ্টি জানান দিচ্ছে বর্ষা আসন্ন। আর বর্ষা মৌসুম মানেই যখন তখন দিনভর চলবে ঝুম কিংবা ঝিরিঝিরি বৃষ্টি। আর বৃষ্টির দিনে নিজেকে সুরক্ষায় প্রয়োজনীয় জিনিসটি হচ্ছে ছাতা। তবে তীব্র রোদেও ছাতা খুবই উপকারী। তাইতো রোদ কিংবা বৃষ্টি নিজেকে সুরক্ষিত রাখতে ছাতা খুবই প্রয়োজনীয়। তবে অবশ্যই ছাতাটি হতে হবে উন্নত মানের। তার আগে জেনে নিন ভালো ছাতা চেনারও কিছু উপায়। চলুন জেনে নেওয়া যাক ভালো ছাতা চেনার সহজ কৌশল—
১. ছাতা তৈরি হয় বিভিন্ন ধরনের কাপড় দিয়ে। তাই ছাতা কেনার সময় ভালো মানের কাপড় দেখে কিনবেন। বাজারে বিভিন্ন কাপড়ের ছাতা পাওয়া যায়। তবে প্যারাসুটের কাপড় অথবা বেলপেকের কাপড় দিয়ে তৈরি ছাতাগুলো ভালো মানের। কেননা এই ধরনের কাপড় সহজে ছিদ্র হয় না এবং নষ্ট হওয়ার আশঙ্কা কম থাকে। এ ছাড়া কিছু ছাতা রয়েছে যেগুলোতে দুই স্তরের কাপড় ব্যবহার করা হয়। এক্ষেত্রে রোদ-বৃষ্টিতে ছাতার বাইরের কাপড় গরম কিংবা ভেজা থাকলেও ভেতরের কাপড় একই রকম থাকে।
২. ছাতার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে শিক। তাই ছাতা কেনার পূর্বে শিক কম অথবা শিক নিম্নমানের কিনা অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ শিক নিম্ন মানের হলে হালকা বৃষ্টি কিংবা তুফানে ছাতা উল্টে গিয়ে ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। আর ছাতায় শিক বেশি হলে ঝড়-বৃষ্টিতেও উল্টে যাওয়ার ভয় থাকে না।
তাই ছাতায় শিক বেশি থাকলে ছাতাও মজবুত হবে। স্টিলের শিক ভেজা থাকলে মরিচা পড়ে নষ্ট হয়ে যায়। তাই স্টেইনলেস স্টিলের শিক, অ্যালুমিনিয়ামের শিকগুলো বেশ উন্নত মানের। তাছাড়াও শিকের সঙ্গে ফাইবার সংযুক্ত করে দেওয়া ছাতাগুলোও টেকসই হয়।
৩. ছাতা ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ছাতার হাতল। কারণ বজারে কিছু কাঠের হাতল সংযুক্ত ছাতা রয়েছে, যেগুলো ভারী এবং এই ধরনের হাতল ভিজে গেলে নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। সাধারণত প্লাস্টিকের হাতলগুলো মজবুত ও টেকসই হয়।