দেশহাইলাইটস

দু’একদিনের মধ্যে জাতীয় গ্রিডে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে : প্রধানমন্ত্রী

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার ঐতিহাসিক ছয় দফা উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন। ছবি : বিটিভির লাইভ থেকে নেওয়া
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার ঐতিহাসিক ছয় দফা উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন। ছবি : বিটিভির লাইভ থেকে নেওয়া

দু’একদিনের মধ্যে জাতীয় গ্রিডে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (৭ জুন) ঐতিহাসিক ছয় দফা উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এতথ্য দেন তিনি। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশি-বিদেশি যতো চাপই আসুক, বাঙালি মাথা নত করবে না।’ তিনি বলেন, ‘এদেশের জনগণই ভোটের অধিকার সুরক্ষিত করবে।’

সম্প্রতি লোডশেডিং প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, লোডশেডিং আর তীব্র গরমে জনগণের কষ্ট হচ্ছে। এই সমস্যা সমাধানে চেষ্টা করছে সরকার। কয়েকদিনের মধ্যে সংকট কেটে যাবে উল্লেখ করে তিনি বলেন, ‘দু’একদিনের মধ্যে জাতীয় গ্রিডে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আন্দোলনের নামে বিএনপি জ্বালাও-পোড়াও করলে আমেরিকার ভিসা পাবে না।’ তিনি বলেন, ‘গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেছে আওয়ামী লীগ।’ সরকার প্রধান আরও বলেন, ‘অনির্বাচিত কেউ ক্ষমতায় আসতে পারবে না বলে উচ্চ আদালতের রায়ে গণতন্ত্র সংরক্ষিত হয়েছে।’

যুক্তরাষ্ট্রের ভিসা নীতির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি আজ এ ভিসা নীতি ঘোষণার পর বেশ খুশি। যাদের কথায় বিএনপি এখন নাচছে, একদিন তারাই বিএনপিকে খাবে।’

এমন আরো সংবাদ

Back to top button