স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমাদের এক নেতা বিএনপির সঙ্গে সংলাপের কথা বলেছেন। অবশ্যই সংলাপ ও আলোচনার বিকল্প কিছু নেই। আওয়ামী লীগ সংলাপে বিশ্বাসী।
বুধবার (৭ জুন) দুপুরে রাজধানীর ফায়ার সার্ভিসের সদর দফতরে রাষ্ট্রের সর্বোচ্চ স্বীকৃতি স্বাধীনতা পুরস্কার-২০২৩ প্রাপ্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াতে ইসলামী যেহেতু নির্বাচন কমিশনের অনিবন্ধিত দল, সেহেতু তারা সহিংসতা ঘটাতে পারে কিনা তা যাচাই-বাছাই করে ডিএমপি তাদের সমাবেশের অনুমতি দেবে।
রাষ্ট্রদূতরা তাদের শিষ্টাচার ও বিধিনিষেধ মেনে কাজ করবেন বলেও আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
অনুষ্ঠানে আসাদুজ্জামান খান কামাল বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ স্বীকৃতি ফায়ার সার্ভিস সদস্যদের মনোবল আরও দৃঢ় করবে। ফায়ার সার্ভিসের মানোন্নয়নে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকার। বিশ্বের সবচেয়ে আধুনিক সরঞ্জাম কেনা হয়েছে বলেও জানান তিনি।
গত ২৩ মার্চ প্রধানমন্ত্রীর হাত থেকে জনসেবায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রাপ্ত স্বাধীনতা পুরস্কার-২০২৩ গ্রহণ করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।