ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সিলিন্ডারে ১৫৯ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গত মে মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২৩৫ টাকা। চলতি মাসের জন্য নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭৪ টাকা।
আজ বৃহস্পতিবার বিইআরসি কার্যালয়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণের আদেশ দেন সংস্থাটির চেয়ারম্যান মো. নুরুল আমিন। আজ সন্ধ্যা ছয়টা থেকে এই দাম কার্যকর হবে। নতুন দাম নির্ধারণে ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারে দাম কমলো ১৬১ টাকা।