কৃষি

ময়মনসিংহে বেড়েছে আউশ ধান আবাদ, ভালো ফলনের আশা

সদরের গোপালনগর গ্রামের সাইফুল ইসলাম চলতি মৌসুমে ৫২ শতক জমিতে আউশ ধান আবাদ করছেনসদরের গোপালনগর গ্রামের সাইফুল ইসলাম চলতি মৌসুমে ৫২ শতক জমিতে আউশ ধান আবাদ করছেনময়মনসিংহ জেলায় ফলন ভালো হওয়ায় এবার আউশ ধানের আবাদ বেড়েছে। গত বছর ১৭ হাজার ৭৬৫ হেক্টর জমিতে আবাদ হয়েছিল। এবার আবাদ হয়েছে ২৪ হাজার ৭৭৫ হেক্টর জমিতে। হিসাবে সাত হাজার ১০ হেক্টরে আবাদ বেড়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং রোগবালাই-পোকামাকড়ের আক্রমণ কম হলে ভালো ফলনের আশা করছেন কৃষকেরা। সদরের গোপালনগর গ্রামের সাইফুল ইসলাম চলতি মৌসুমে ৫২ শতক জমিতে আউশ ধান আবাদ করছেন। ফলন ভালো হওয়ায় দিনদিন আবাদের প্রতি কৃষকেরা আগ্রহী হচ্ছেন জানিয়ে সাইফুল বলেন, ‘জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে চারা রোপণ শুরু করেছেন কৃষকেরা। এই মাসের মধ্যে রোপণ শেষ হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘৫২ শতক জমি চাষে ২৬০০, রোপণে শ্রমিক বাবদ খরচ ২৪০০ ও সার বাবদ খরচ হয়েছে ১৫০০ টাকা। কৃষি বিভাগ থেকে পাঁচ কেজি ব্রি-৪৮ বীজ পেয়েছি। সেইসঙ্গে ১০ কেজি ডিইপি ও ১০ কেজি ইএমওপি সার পেয়েছি। গতবারের মতো এবারও ভালো ফলনের আশায় আছি।’ গত বছর ৫০ শতক জমিতে আউশ আবাদ করে ভালো ফলন পেয়েছেন একই এলাকার লাল মিয়া। এই কৃষক বলেন, ‘এবার ১০০ শতক জমিতে আউশ আবাদ করছি। ইতিমধ্যে বেশিরভাগ জমিতে চারা রোপণ করেছি, বাকি জমিতে চারা রোপণ শেষপর্যায়ে আছে।’

আগে জেলায় সেভাবে আউশ আবাদ হতো না উল্লেখ করে লাল মিয়া বলেন, ‘বর্তমানে ভালো জাত উদ্ভাবন হওয়ায় আউশ আবাদের প্রতি ঝুঁকেছেন কৃষকেরা।’ সদর উপজেলার কৃষক আব্দুস সালাম বলেন, ‘কয়েকদিন পরপর বৃষ্টি হওয়ায় কৃষকেরা আউশ ধানের চারা স্বাভাবিকভাবে রোপণ করতে পারছেন। আগামী কয়েকদিনের মধ্যে চারা রোপণের কাজ শেষ হয়ে যাবে।’

এমন আরো সংবাদ

Back to top button