দেশহাইলাইটস

১২ ঘণ্টা সূচিতে চলছে মেট্রোরেল

6+5১২ ঘণ্টার নতুন সূচিতে চলাচল করছে মেট্রোরেল। আজ বুধবার (৩১ মে) থেকে উত্তরা-আগারগাঁও রুটে ট্রেন চলবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। চলতি মাসের মাঝামাঝিতে মেট্রোরেলের নতুন সূচির ঘোষণা আসে। আরো জানানো হয়, বদলে যাচ্ছে সপ্তাহিক ছুটির দিনও। এখন থেকে মঙ্গলবারের পরিবর্তে শুক্রবার বন্ধ থাকবে মেট্রো।

নতুন সময়সূচি প্রসঙ্গে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক জানিয়েছিলেন, সকাল ৮ থেকে বেলা ১১টা পর্যন্ত ট্রেন চলবে ১০ মিনিট পর পর। আর বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত প্রতি ১৫ মিনিট পর পর ট্রেন চলবে। অন্যদিকে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর ১০ মিনিট পর পর ট্রেন চলবে। ৬টার পর আবার ১৫ মিনিট পর পর ট্রেন চলাচলে ফিরে যাবে মেট্রো।

উদ্বোধনের পর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১০ মিনিট পরপর চলছিল ট্রেন। এরপর এপ্রিলের শুরুতে দুই ঘণ্টা বাড়িয়ে ট্রেন চলে ৬ ঘণ্টা। এখন বেড়ে দাঁড়াল ১২ ঘণ্টা।

গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশে চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন থেকেই যাত্রী চলাচল শুরু হয়। পরে ধাপে ধাপে এই রুটের মাঝের নয়টি স্টেশন খুলে দেয়া হয়।

এমন আরো সংবাদ

Back to top button