২০২২ সালে বাংলাদেশি নাগরিকদের ১৫ লাখের বেশি ভিসা দিয়েছে ভারত। কোনো দেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে এটি রেকর্ড বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। মঙ্গলবার (২৩ মে) রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান ভারতীয় হাইকমিশনার।
প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের কথা বলতে ভিসা প্রসঙ্গটি সামনে আসে। অনেক ব্যবসায়ীরা ভিসা না পাওয়ার অভিযোগ করেন। এটি ঠিক নয়। কেননা, ২০২২ সালে বাংলাদেশি নাগরিকদের ১৫ লাখের বেশি ভিসা দিয়েছে ভারত। ভিসা দেওয়ার ক্ষেত্রে এটি রেকর্ড।
বাংলাদেশিদের আরও দ্রুত ও সহজে ভিসা দেওয়ার বিষয়ে হাইকমিশনসহ সংশ্লিষ্টরা কাজ করছে বলেও উল্লেখ করেন হাইকমিশনার। তিনি বলেন, ভিসা কেন্দ্রের সক্ষমতা নিয়ে কাজ চলছে। আমরা চেষ্টা করছি যারা ভারত যেতে চান তারা কীভাবে দ্রুত ও সহজে ভিসা পেতে পারেন।
বাংলাদেশ ও ভারতের ব্যবসা-বাণিজ্য সামনের দিনগুলোতে আরও বাড়বে বলে প্রত্যাশার কথা জানিয়ে প্রণয় ভার্মা বলেন, স্থলবন্দরগুলোকে আরও কার্যকর করা ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় স্বাগত বক্তব্য দেন এমসিসিআই সভাপতি মো. সাইফুল ইসলাম। এছাড়া অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর এবং এমসিসিআইয়ের সহ-সভাপতি হাবিবুল্লাহ এন করিমসহ ব্যবসায়ী নেতারা বক্তব্য দেন।