প্রিয়াংকা চোপড়া গত এক বা দুই মাস বেশ সরব ছিলেন। বলিউডে তার ক্যারিয়ার, নানাভাবে তাকে নিয়ে রাজনীতির বিষয় নিয়ে কথা বলেছেন। হঠাৎ করে প্রিয়াংকার সরব হওয়ার পেছনে একটি অন্যতম কারণ ছিল তার নতুন সিরিজের মুক্তি। অ্যান্থনি ও জো রুশোর সিটাডেল নিয়ে দারুণ আশাবাদী ছিলেন সবাই। প্রচারণার জন্য নানা পন্থা বেছে নিয়েছিলেন প্রিয়াংকা। কিন্তু শেষ পর্যন্ত সিরিজটি দর্শককে তুষ্ট করতে পারেনি। মুক্তির পরপর আড়াই কোটি দর্শক সিরিজটি দেখলেও এর ভক্তকুল তৈরি হয়নি। ফলে দ্বিতীয় সিজনে যাওয়ার আগে নতুন করে চিন্তা করবেন এর নির্মাতারা। সহজ করে বলা যায় প্রিয়াংকার এ সিরিজ ফ্লপ করেছে।
সিটাডেল মুক্তি পেয়েছে প্রাইম ভিডিওতে। মুক্তির পর এর ভিউয়ারশিপ বেশ বড় কিন্তু সে অনুপাতে দর্শক সিটাডেলের প্রশংসা করেননি। প্রায় ৩০ কোটি ডলারে নির্মিত এ সিরিজ যে ভিজুয়াল ট্রিটমেন্ট দর্শককে দিয়েছে তাতে তারা সন্তুষ্ট। কিন্তু তাদের কথা, ‘গল্প, অভিনয় ও উপস্থাপনা মিলে সিরিজ পুরোপুরি জমেনি।’ মুক্তির পরপরই সিরিজ রিভিউ করতে গিয়ে ইয়নে মোহন রাওয়াত লিখেছিলেন, ‘অভিনেতা-অভিনেত্রীদের পারফরম্যান্স খুবই ভালো। কিন্তু উপস্থাপনার খামতির কারণে সেটা উপভোগ্য হয়ে ওঠে না।’ মোটের ওপর বলা চলে দ্বিতীয় সিজন তৈরি হওয়ার জন্য যে ফিডব্যাক প্রয়োজন তা পাওয়া যায়নি। ফলে দ্বিতীয় সিজন হচ্ছে না।
সিটাডেল মুক্তির আগে বলা হচ্ছিল, এরই মধ্যে দ্বিতীয় সিজনের কাজ শুরুর কথা ভাবছেন এর নির্মাতারা। এরপর সিটাডেলের এক্সিকিউটিভ প্রডিউসারদের পক্ষ থেকে হ্যালো ম্যাগাজিনকে জানানো হয়েছে, সিটাডেলের দ্বিতীয় সিজন আনুষ্ঠানিকভাবে প্রযোজকদের পক্ষ থেকে সম্মতি পায়নি। ফোর্বসেও এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। সেখানেও জানানো হয়েছে, সিটাডেল বহু দর্শক দেখলেও এর দর্শকরা সিরিজটিকে অ্যামাজনে ট্রেন্ডিং করে তোলেননি। এর বাইরে আরো একটি বিষয় উল্লেখ করেছে ভারতীয় গণমাধ্যম কোইমোই। তারা বলছে, নির্মাতারা অবশ্যই সিরিজটিকে খবরের শিরোনাম করে তুলেছিল, কিন্তু এর বেশির ভাগই ছিল প্রিয়াংকা চোপড়ার পেশাগত ও ব্যক্তিগত জীবনের কারণে।
অনেক সময় হলিউডের বড় বড় সিনেমাও ৩০ কোটি ডলার বাজেট পায় না। সেখানে কেবল প্রিয়াংকার ওপর ভর করে একটি সিরিজে এত বড় বাজেট নির্মাতারা নিলেন। প্রথমবারের লোকসানের পর স্বাভাবিকভাবে দ্বিতীয়বার এ চাপ নেয়ার কোনো কারণ নেই। তবে কতটা লোকসানে পড়তে যাচ্ছেন রুশো ব্রাদার্স তা এখনো বলা যাচ্ছে না। কেননা সিটাডেলের মূল সংস্করণের পরপরই একটি ইতালীয় এবং এরপর ভারতীয় সংস্করণ মুক্তি দেয়ার কথা। এর মধ্যেই কাজ শুরু হয়েছে ভারতীয় সংস্করণটির, যেখানে অভিনয় করছেন বরুণ ধাওয়ান ও সামান্থা রুথ প্রভু। সিটাডেলের মূল সংষ্করণ ফ্লপ করার ফলে এ দুটোও প্রভাবিত হবে, তাতে কোনো সন্দেহ থাকে না।