জেলার খবরহাইলাইটস

দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী

মুন্সিগঞ্জে কৃষিমন্ত্রী

 দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, জিয়াউর রহমান বাংলাদেশেকে পাকিস্তানের সড়কে তুলে দিয়ে গেছেন। দেশে নানা ষড়যন্ত্র চলছে, সেসব মোকাবেলা করে প্রধানমন্ত্রী দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন। আজ শনিবার (২০ মে) বিকালে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্ত্যবে এসব কথা বলেন তিনি। কৃষিমন্ত্রী বলেন, ১৭ কোটি মানুষের দেশে খাদ্যের অভাব নেই। এটি কোনো যাদুবলে হয়নি। একটি কৌশল।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সকলকে ঐক্যবদ্ধভাবে বিএনপির মিথ্যার-ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে মন্তব্য করে মন্ত্রী বলেছেন, পাকিস্তানের প্রেমিকরা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়।

মন্ত্রী বলেন, বিদেশীরা জিজ্ঞেস করে আমরা আলাদিনের চেরাগ পেয়েছি কিনা, আমরা তাদের বলি, আলাদিনের চেরাগ নয় শেখ হাসিনাকে পেয়েছি।

এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিন, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়ামিন এমিলি, মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লব, জেলা আওয়ামী লীগের যুগ্মা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহানা মহিউদ্দিনসহ বিভিন্ন সংগঠন ও অঙ্গ সংগঠনের সিনিয়র নেতাকর্মীরা।

উল্লেখ্য ২০১২ সালের ২২ ডিসেম্বর সর্বশেষ শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত হচ্ছে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে আয়োজিত সম্মেলনে নেতাকর্মীদের ঢল নামে সকাল থেকে। দীর্ঘদিন পর সম্মেলন ঘিরে স্থানীয় নেতাকর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। রাতে কাউন্সেলিং শেষে উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা হওয়ার কথা রয়েছে।

এমন আরো সংবাদ

Back to top button