
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের শ্রীনগরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জি-২০ দেশগুলোর ওয়ার্কিং কমিটির পর্যটন সম্মেলন। এরই মধ্যে চীন জানিয়েছে, বিরোধপূর্ণ এলাকায় ভেন্যু নির্ধারিত হওয়ায় বৈঠকে যোগ দেবে না তারা। ভারতের কেন্দ্রীয় পর্যটন সচিব অরবিন্দ সিংয়ের বরাতে সংবাদমাধ্যম দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, চীন ছাড়াও সম্মেলনের জন্য নাম নিবন্ধন করেনি তুরস্ক ও সৌদি আরব। ২০ দেশের মধ্যে এখন পর্যন্ত ১৭টি তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। এছাড়া সম্মেলনে বিশেষ আমন্ত্রিত ৯ দেশের মধ্যে নাম নথিভুক্ত করেনি মিসরও। আগামী সোমবার থেকে বৈঠক শুরু হয়ে চলবে বুধবার পর্যন্ত।
শুক্রবার (১৯ মে) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এক সংবাদ সম্মেলনে কাশ্মীরকে বিরোধপূর্ণ এলাকা মন্তব্য করে জানিয়েছেন, এ ধরনের এলাকায় কোনো বৈঠক আয়োজন করা উচিত নয়। বৈঠকে অংশ নেবে না চীন।
অবশ্য এ ধরনের আপত্তিকে পাত্তা দিচ্ছে না ভারত। তারা বলছে, নিজেদের ভূখণ্ডে যেকোনো অনুষ্ঠান আয়োজনের বিষয়ে তারা স্বাধীন। কাশ্মীরের পর্যটন সম্ভাবনা বিশ্ববাসীর সামনে তুলে ধরতেই এ অঞ্চলে সম্মেলন আয়োজন করা হয়েছে।
যেসব দেশ অংশগ্রহণ করছে না, ভারতে অবস্থিত তাদের দূতাবাসগুলোর সঙ্গে যোগাযাগ করেছে দ্য হিন্দু। তারা জানতে চেয়েছিল, দেশগুলোর সম্মেলনে যোগ না দেয়ার কারণ রাজনৈতিক কিনা। তবে তারা কেউই সংবাদমাধ্যমের প্রশ্নে সাড়া দেয়নি।
এদিকে সম্মেলন উপলক্ষে শ্রীনগরে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে ভারত। এ অঞ্চলে মেরিন কমান্ডো ও ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) মোতায়েন করেছে তারা। শ্রীনগরের শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে কনভেনশন সেন্টারটির আশপাশে এনএসজি কমান্ডো, পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যরা গত বৃহস্পতিবার তল্লাশি চালিয়েছেন।
প্রসঙ্গত, চীন ছাড়া অন্য তিন দেশ— তুরস্ক, সৌদি আরব ও মিসর ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসির সদস্য। সংস্থার সদস্যরা কেউ যেন কাশ্মীরে আন্তর্জাতিক সম্মেলনে না যায়, সেজন্য অনেক আগে থেকেই সচেষ্ট পাকিস্তান।
বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ এর সভাপতি দেশ ভারত। সভাপতি হওয়ার পরই ভারত জানিয়েছিল, দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেই জি-২০ এর কোনো না কোনো বিষয়ে সম্মেলন অনুষ্ঠিত হবে। গত মার্চে ভারতের অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরে দুই দিনের জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনেও অংশ নেয়নি চীন।
আগামী সেপ্টেম্বরে দিল্লিতে জি-২০ এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।