অর্থনীতিহাইলাইটস

বাংলাদেশে সম্পৃক্ততা অব্যাহত রাখতে উন্মুখ আইএমএফ

সফর শেষে মিশন প্রধান রাহুল আনন্দ

রাহুল আনন্দ। ছবি: আইএমএফ
রাহুল আনন্দ। ছবি: আইএমএফ

বাংলাদেশ ও এর জনগণের সমর্থনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সম্পৃক্ততা অব্যাহত রাখতে উন্মুখ বলে জানিয়েছেন সংস্থার বাংলাদেশের মিশন প্রধান রাহুল আনন্দ। সাম্প্রতিক সামষ্টিক অর্থনৈতিক উন্নয়ন ও বাস্তবায়ন নিয়ে আলোচনা করতে ঢাকা সফর করেছে তার নেতৃত্বাধীন কর্মকর্তাদের একটি দল।

গত ২৫ এপ্রিল থেকে আজ ৭ মে পর্যন্ত সফর শেষে এশিয়া ও প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের প্রধান রাহুল আনন্দ বাংলাদেশের সামনে থাকা চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।

তিনি বলেন, ‘চ্যালেঞ্জিং অর্থনৈতিক পটভূমিতে বাংলাদেশ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি দ্রুত বর্ধনশীল অর্থনীতি। ক্রমাগত মূল্যস্ফীতির চাপ, বৈশ্বিক আর্থিক অবস্থার উচ্চতর অস্থিরতা এবং প্রধান অগ্রসর বাণিজ্য অংশীদারদের মন্দার কারণে বাংলাদেশের প্রবৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও টাকার ওপর চাপ অব্যাহত রয়েছে।’ রাহুল আনন্দ বলেন, ‘এ সফরে আমরা সাম্প্রতিক সামষ্টিক অর্থনৈতিক ও আর্থিক খাতের উন্নয়ন নিয়ে আলোচনা করেছি। আমরা তহবিল-সমর্থিত প্রোগ্রামের অধীনে মূল প্রতিশ্রুতি পূরণের দিকে অগ্রগতিও পর্যালোচনা করেছি। এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি (ইসিএফ), এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি (ইএফএফ), রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটি (আরএসএফ) ব্যবস্থার প্রথম পর্যালোচনায় এটি আনুষ্ঠানিকভাবে মূল্যায়ন করা হবে, যা এই বছরের শেষের দিকে করা হবে বলে আশা করা হচ্ছে।’

এমন আরো সংবাদ

Back to top button