বাংলাদেশের পরিবেশ সাংবাদিকতার পথিকৃৎ কামরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে সাকজেএফের শোক
বাংলাদেশে পরিবেশ সাংবাদিকতার পথিকৃৎ কামরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন সাউথ এশিয়ান ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্ট‘স ফোরাম। ২ মে মঙ্গলবার রাত সাড়ে আটটায় তিনি বাংলাদেশের রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
কামরুল ইসলাম চৌধুরী ১৯৬০ সালের ৩০ ডিসেম্বর নোয়াখালী জেলার সোনাইমুড়িতে জন্মগ্রহণ করেন। ২০২২ সালের ডিসেম্বরে তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা থেকে বার্তা সম্পাদক হিসেবে অবসর নেন। এর আগে তিনি দীর্ঘদিন দৈনিক সংবাদ পত্রিকায় কাজ করেন। রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিবেদক হিসেবে তিনি সাংবাদিকতা শুরু করলেও তিনি বাংলাদেশে পরিবেশ সাংবাদিক সমিতি (এফইজেবি) প্রতিষ্ঠা করেন। তাঁর প্রতিষ্ঠিত এফইজেবি বাংলাদেশের পরিবেশ সাংবাদিকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।
জলবায়ু পবির্তন চ্যালেঞ্জ ইস্যুতে ইউএনএফসিসিসিসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তিনি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। তিনি বাংলাদেশের ন্যাশনাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সাউথ এশিয়ান ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্ট‘স ফোরামের প্রেসিডেন্ট মি. আশীষ গুপ্তা এবং মহাসচিব আসাদুজ্জামান সম্রাট কামরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।