দেশহাইলাইটস

আবারও তাপমাত্রা বাড়ছে, মৃদু তাপপ্রবাহ বিস্তারের শঙ্কা

-969বৃষ্টিপাত কমে যাওয়ায় দেশে আবারও তাপমাত্রা বাড়তে শুরু করেছে। দেশের ছয় জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এটি দীর্ঘস্থায়ী হবে না। বৃষ্টিপাত বাড়লেই তাপমাত্রা আবার কমে আসবে বলে মত আবহাওয়াবিদদের।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ বুধবার খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা  বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চট্টগ্রাম, রাঙামাটি, ফেনী, কক্সবাজার, বান্দরবান ও পটুয়াখালীর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে।

এমন আরো সংবাদ

Back to top button