ঈদের ছুটি শেষে খুলেছে ব্যাংক, তবে গ্রাহক উপস্থিতি কম
টানা পাঁচ দিন পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আজ খুলেছে সরকারি সব অফিস-আদালত, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান। তবে এখনো সেই সব জায়গায় মানুষের ভিড় দেখা যায়নি। রাজধানী ঢাকার সড়কগুলোর মতো ব্যাংকগুলোও আজ সকাল থেকে ফাঁকা ছিল। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ঈদের ছুটি শেষে আজ থেকে ব্যাংক লেনদেন রোজার আগের সময়সূচি অনুযায়ী চলবে। সে হিসাবে ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। এ ছাড়া অফিসের কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
তবে আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, মতিঝিলসহ বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, ব্যাংকগুলোতে সাধারণ গ্রাহকের উপস্থিতি খুবই কম। ব্যাংক কর্মকর্তারা বলছেন, ঈদের ছুটি শেষে অনেক মানুষ এখনো ঢাকায় ফেরেননি, তাই ব্যাংকিং কার্যক্রমেও এর প্রভাব পড়েছে।
রাজধানীর শেওড়াপাড়ায় মেট্রোরেল স্টেশনের পার্শ্ববর্তী একটি ভবনে পাশাপাশি আছে ডাচ্–বাংলা ব্যাংক ও রূপালী ব্যাংকের দুটি শাখা। আজ বেলা ১১টায় ব্যাংক দুটিতে গিয়ে মাত্র আটজন গ্রাহককে দেখা যায়। ব্যাংক দুটির কর্মকর্তারা জানিয়েছেন, ঈদের ছুটির আমেজ কাটিয়ে এখনো মানুষ কর্মমুখর হয়নি। এ কারণে ব্যাংকের লেনদেনও আগের অবস্থায় পৌঁছায়নি। ব্যাংকাররাও পরস্পরের সঙ্গে কুশলাদি বিনিময়ের পর দিনের কাজ শুরু করেন।
ডাচ্–বাংলা ব্যাংকের শেওড়াপাড়া শাখার ব্যবস্থাপক মাহবুব আলী মৃধা বলেন, ‘আজ সকাল থেকে প্রথম এক ঘণ্টায় মাত্র ১০টির মতো লেনদেন হয়েছে। অন্য কোনো সোমবার হলে এই সময়ে অন্তত অর্ধশতাধিক লেনদেন হয়ে যেত।’
রূপালী ব্যাংকের শেওড়াপাড়া শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আব্বাস উদ্দিন বলেন, ‘সাধারণ গ্রাহকদের অনেকেই ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরেননি। চলতি সপ্তাহে গ্রাহকদের উপস্থিতি একটু কমই থাকবে। আগামী সপ্তাহ থেকে পুরোদমে লেনদেন শুরু হবে।’
রাজধানীর কারওয়ান বাজারে ব্যাংকের শাখাগুলোতে সাধারণত করপোরেট গ্রাহকের সংখ্যা বেশি থাকে। তবে অন্য দিনগুলোতে এসব শাখায় সাধারণ গ্রাহকের উপস্থিতিও অনেক বেশি থাকে। ফলে কখনো কখনো দীর্ঘ সারিতেও দাঁড়াতে হয় গ্রাহকদের। তবে আজ সকাল থেকে ব্যাংকগুলোতে ভিড় দেখা যায়নি।জানতে চাইলে ঢাকা ব্যাংকের এক কর্মকর্তা বলেন, ‘আমাদের এই শাখায় করপোরেট গ্রাহকের সংখ্যা বেশি। সরকারি-বেসরকারি অফিসগুলো খুলে যাওয়ায় করপোরেট লেনদেন অনেকটা আগের মতোই হচ্ছে। তবে সাধারণ গ্রাহকের উপস্থিতি অনেক কম।’
কারওয়ান বাজারের স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংকে বেলা সোয়া ১১টার দিকে টাকা জমা দিতে আসেন ফার্মগেটের বাসিন্দা জন গোমেজ। তিনি বলেন, ‘অন্য সময়ে এখানে এলে কমবেশি লাইনে দাঁড়াতে হয়। আজ কোনো ভিড়ই ছিল না।’
২২ এপ্রিল দেশে উদ্যাপিত হয় মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে ১৯ এপ্রিল থেকে বন্ধ ছিল সরকারি কার্যালয়। সেই ছুটি শেষ হয়েছে গতকাল রোববার। ফলে আজ থেকে ব্যাংক ও অফিসের কার্যক্রম রোজার আগের সময় অনুযায়ী শুরু হয়েছে।