দেশহাইলাইটস

পাঁচদিনের ছুটি শেষে খুলেছে অফিস

95পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা পাঁচদিন ছুটি শেষে আজ খুলেছে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিস-আদালত ও ব্যাংক-বীমাসহ আর্থিক প্রতিষ্ঠান। সকাল ৯টায় শুরু হয় অফিস সময়। ঈদের ছুটির পর প্রথম অফিসে ঢুকে কর্মকর্তা-কর্মচারীরা একে অন্যের সঙ্গে কোলাকুলি করছেন। বিনিময় করছেন ঈদের শুভেচ্ছা। এদিকে আজ প্রথম কর্মদিবস হলেও অফিস-আদালতে বিরাজ করছেন অনেকটা ছুটির আমেজ। অনেকেই কর্মস্থলে ফিরেননি। অতিরিক্ত ছুটি নিয়ে অবস্থান করছেন গ্রামের বাড়িতে। অনেকে আবার পরিবার নিয়ে বেরিয়েছেন ঘুরতে। রাজধানীর রাস্তা-ঘাটও অনেকটা ফাঁকা। ব্যস্ততম সড়কের কোথাও যানবাহনের চাপ নেই।  ওদিকে রমজানের পর আগের সূচিতে ফিরেছে অফিস।

সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে অফিস সময়। রমজানের এক মাস সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ছিল অফিস সময়।
একমাস রোজা পালন শেষে শনিবার দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। ঈদ উপলক্ষে গত ১৯শে এপ্রিল থেকে  ছুটি কাটাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

এ বছর শবে কদরের ছুটির পর ঈদের ছুটি শুরু হওয়ার আগে গত ২০ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা ছিল। ঈদুল ফিতরের ছুটির সঙ্গে ওইদিন (২০ এপ্রিল) বাড়তি একদিন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার।  একদিন বাড়তি ছুটি ঘোষণার ফলে টানা পাঁচদিনের ছুটি পান সরকারি চাকুরীজীবীরা।

এমন আরো সংবাদ

Back to top button