
পরিবেশ উন্নয়নসহ ১৩ হাজার ৬৫৬ কোটি টাকা ব্যয়ে ১১টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৩ হাজার ১২৯ কোটি ৮৭ লাখ ও বৈদেশিক সহায়তা থেকে ১০ হাজার ৫২৬ কোটি ১১ লাখ টাকা ব্যয় করা হবে। গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়। পরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
এ সময় মন্ত্রী বলেন, ‘অন্যান্য উপকরণ ও চাষের খরচ না কমলে সারের দাম বাড়ার কারণে উৎপাদন খরচ বাড়বে। এতে মূল্যস্ফীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। মহিলাদের কাজের অবদান নির্ণয়ের জন্য বিআইডিএসকে নির্দেশনা দেয়া হয়েছে। আগামী অর্থবছরের বাজেটে হবে না। কিন্তু তারপরের বাজেট থেকে মহিলাদের অবদান হিসাব করে জিডিপি প্রবৃদ্ধির হিসাব ধরা হবে।’
একনেকে অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস প্রকল্প, সার সংরক্ষণ ও বিতরণ সুবিধার্থে দেশের বিভিন্ন জায়গায় ৩৪টি বাফার গুদাম নির্মাণ প্রকল্প, বাংলাদেশ এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি অ্যান্ড ট্রান্সফরমেশন প্রকল্প, বন্যা ব্যবস্থাপনা পুনর্গঠন জরুরি সহায়তা প্রকল্প, এডিবির জরুরি সহায়তায় বন্যা ২০২২-এ ক্ষতিগ্রস্ত গ্রামীণ অবকাঠামো পুনর্বাসন প্রকল্প, সিলেট-চারখাই-শেওলা মহাসড়ক উন্নয়ন প্রকল্প, ২০২২ সালের বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ রেলওয়ের সিলেট-ছাতক বাজার সেকশন (মিটার গেজ) পুনর্বাসন প্রকল্প, বন্যায় ক্ষতিগ্রস্ত পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার পুনর্নির্মাণে জরুরি সহায়তা প্রকল্প, পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ চ্যান্সরি কমপ্লেক্স নির্মাণ প্রকল্প, বাংলাদেশ ভূমি জরিপ শিক্ষার উন্নয়ন প্রকল্প ও এক্সিলারেটিং ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রেড কানেক্টিভিটি ইন ইস্টার্ন সাউথ এশিয়া (একসেস) বাংলাদেশ ফেজ-১ প্রকল্প।
এর আগে ৪ এপ্রিল একনেকে ১৩টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ৪ হাজার ২৫২ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৩ হাজার ৬৪৫ কোটি টাকা ও বৈদেশিক অর্থায়ন থেকে ৬০৭ কোটি ৪৫ লাখ টাকা পাওয়া যাবে।
পরিকল্পনামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী বলেছেন, এ প্রকল্পগুলো খুবই দরকার ছিল। গতকালের সভায় ১১টি প্রকল্প উপস্থাপন করা হয়। সবগুলো প্রকল্প অনুমোদন হয়েছে। কাজ ভালো হচ্ছে। এজন্য পরিকল্পনা মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনকে প্রধানমন্ত্রী ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, পরিকল্পনা মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশন ভালো কাজ করছে।