দেশহাইলাইটস

রাষ্ট্রপতির শপথের কবে, স্পিকারকে জানালেন মন্ত্রিপরিষদ সচিব

 জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতির শপথের দিনক্ষণ জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। ছবি : বাসস
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতির শপথের দিনক্ষণ জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। ছবি : বাসস

নতুন রাষ্ট্রপতির শপথ নেওয়ার দিনক্ষণের বিষয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তাঁর সংসদ ভবন কার্যালয়ে মঙ্গলবার (১১ এপ্রিল) মন্ত্রিপরিষদ সচিব সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতের সময় মন্ত্রিপরিষদ সচিব স্পিকারকে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের দিনক্ষণ সম্পর্কে জানান। এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২৪ এপ্রিল বেলা ১১টার দিকে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ শপথবাক্য পাঠ করাবেন।

এমন আরো সংবাদ

Back to top button