অর্থনীতিহাইলাইটস

বাংলাদেশকে প্রবৃদ্ধি ধরে রাখার কৌশল জানাল বিশ্বব্যাংক

 বিশ্বব্যাংক। ছবি : বাসস বাংলাদেশ তার বিচক্ষণ সামষ্টিক অর্থনীতির কারণে দেশটিকে কোভিড-১৯ মহামারি থেকে দ্রুত পুনরুদ্ধার করেছে। কিন্তু দেশটির অর্থনীতি এখন বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির চাপ, জ্বালানি চাহিদা, ব্যালান্স অব পেমেন্ট এবং রাজস্ব ঘাটতিসহ উল্লেখযোগ্য চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। বিশ্বব্যাংক তার ষান্মাসিক আপডেটে একথা  বলেছে।

গতকাল মঙ্গলবার (৪ এপ্রিল) প্রকাশিত ‘বাণিজ্য সংস্কার : একটি জরুরি এজেন্ডা’ শীর্ষক বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট এপ্রিল ২০২৩-এ বলা হয়েছে, বাণিজ্য সংস্কার ও রপ্তানি বহুমুখীকরণসহ কাঠামোগত সংস্কার বাস্তবায়ন ত্বরান্বিত করতে পারলে, তা বাংলাদেশকে বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে এবং বাংলাদেশে একটি টেকসই গতিশীল প্রবৃদ্ধি মাঝারি মেয়াদ জুড়েই ত্বরান্বিত হতে থাকবে বলে আশা করা য়ায়। ২০২৪ অর্থবছরে প্রবৃদ্ধি ছয় দশমিক ২ শতাংশে উঠবে বলেও বিশ্ব ব্যাংকের এই প্রতিবেদনে আশা করা হয়েছে।

উল্লেখ্য, সরকার অর্থবছর-২৩ এর জন্য জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা ছয় দশমিক ৫ শতাংশ নির্ধারণ করেছে।

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ে প্রতিবেদন প্রকাশের সময় বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লায়ে সেক বলেন, ‘ইউক্রেনে রুশ অভিযান এবং বৈশ্বিক অনিশ্চয়তা বিশ্বব্যাপী দেশগুলোতে বিরূপ প্রভাব ফেলেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ক্রমবর্ধমান সুদের হার ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধীরগতির কারণে বাংলাদেশের মহামারি পরবর্তী পুনরুদ্ধার ব্যাহত হয়েছে। প্রবৃদ্ধি ত্বরান্বিত ও টেকসই অর্থনীতি জোরদার করতে বিশ্বব্যাংক বাংলাদেশকে সংস্কারে সহায়তা করতে প্রস্তুত রয়েছে।’

এমন আরো সংবাদ

Back to top button