প্রবাস

মিশরে‌‌ নীলাভ পরিবেশে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

afsar embamex ‘রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠন’ প্রতিপাদ্য নিয়ে রোববার (২ এপ্রিল) মিশরে‌‌ বাংলাদেশ দূতাবাসের পালিত হয়েছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৩। দিবসটির কর্মসূচির মধ্যে ছিল নীল বাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা।‌

কায়রোস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম দুতাবাসের কর্মকর্তা কর্মচারী ও প্রবাসী বাংলাদেশীদের নিয়ে সন্ধ্যায় নীল বাতি প্রজ্জ্বলন এর মাধ্যমে উদ্বোধন করেন
১৬তম বিশ্ব অটিজম দিবস ।‌

মিশর প্রবাসী বাংলাদেশীরা স্বতঃস্ফূর্তভাবে মনোরম নীলাভ পরিবেশে অটিজম সম্পর্কে সচেতনতা দিবসে অংশ গ্রহণ করেন।‌ তারা তাদের বক্তব্য অটিজম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির এই প্রয়াস ও উদ্যোগকে স্বাগত জানান‌ এবং অর্টিস্টিক শিশু-কিশোরদের প্রতি সহমর্মিতা ভাগ করে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনার অনুষ্ঠানে রাষ্ট্রদূত শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী সায়মা ওয়াজেদ পুতুলের নেতৃত্বে বাংলাদেশে অটিজমের যে তাৎপর্যপূর্ণ সচেতনতা সৃষ্টি হয়েছে তার বিবরণ তুলে ধরেন।‌

তিনি প্রবাসী বাংলাদেশী পরিবার গুলকে সঠিক ও সচেতন হওয়র আহ্বান জানান‌, যেন‌ প্রতিটি অর্টিস্টিক শিশু -কিশোর সুস্থ ও স্বাভাবিক জীবনে বিকাশ লাভ করতে পারে।‌ রাষ্ট্রদূত মনিরুল ইসলাম ১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবসে মিশরে বসবাসরত সকল প্রবাসীদের এ ব্যাপারে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এমন আরো সংবাদ

Back to top button