দেশহাইলাইটস

ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু

 ট্রেনের টিকেট। ফাইল ছবি
ট্রেনের টিকেট। ফাইল ছবি

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। আজ শনিবার (১ এপ্রিল) সকাল থেকে যাত্রার ১০ দিন আগের টিকেট বিক্রির কার্যক্রম শুরু করা হয়। রেলওয়ের কর্মকর্তারা জানান, কাউন্টার ও অনলাইনের মাধ্যমে আজ সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যতক্ষণ টিকেট থাকবে ততক্ষণ অনলাইন বা কাউন্টার থেকে টিকেট কাটা যাবে। অনলাইন বা কাউন্টারে পৃথক কোনো কোটা নেই।

এর আগে রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, এবারের ঈদযাত্রার অগ্রিম এবং ফিরতি যাত্রার টিকেট শতভাগ অনলাইনে বিক্রি হবে। এই সুবিধা পেতে যাত্রীদের রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ জানানো হয়।

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকেট ১৭ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত শুধু অনলাইন বা মোবাইলফোনে অ্যাপের মাধ্যমে কাটা যাবে। টিকেট কাটতে রেলওয়ের টিকেটিং ওয়েব পোর্টাল, ‘রেল সেবা’ (Rail Sheba) অ্যাপ বা যেকোনো মোবাইলফোন থেকে এসএমএস করার মাধ্যমে এনআইডি, পাসপোর্ট অথবা জন্মনিবন্ধন সনদের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে।

এমন আরো সংবাদ

Back to top button