জেলার খবর
সান্তাহারে উথরাইল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হলেন এরশাদুল হক টুলু
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের উথরাইল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি এরশাদুল হক টুলু। গতকাল সোমবাব দুপুরে উথরাইল উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ।
ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান, সোমবার দুপুরে স্কুলের অফিস কক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সাধারণ অভিভাবক সদস্য প্রতিনিধি রুহুল আমিন, এস এম হাসান ইমাম, বিদ্যুৎ হোসেন মুক্তার, সংরক্ষিত মহিলা সদস্য নিপা বানু ও সাধারণ শিক্ষক প্রতিনিধি মোকছেদ আলী, রায়হান আলী, সংরক্ষিত মহিলা শিক্ষক সারমিন নাহার উপস্থিত ছিলেন। সভার শেষে সকলের সম্মতিক্রমে এরশাদুল হক টুলুকে পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে।