দেশ

যাত্রাবাড়ীতে এলডিপির স্থানীয় নেতা টিটু হামলার শিকার

ছবি: আহত এলডিপির স্থানীয় নেতা মো: ফয়সাল আহমেদ টিটু
ছবি: আহত এলডিপির স্থানীয় নেতা মো: ফয়সাল আহমেদ টিটু

রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন এলডিপির স্থানীয় নেতা মো: ফয়সাল আহমেদ টিটু। গতকাল সন্ধ্যায় অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা আকস্মিকভাবে তার উপর এই হামলা চালায়। টিটু লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৩ নং ওয়ার্ড কমিটির প্রচার সম্পাদক। একজন স্থানীয় নেতা হিসেবে তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকার এলডিপির সাংগঠনিক কর্মসূচিতে যুক্ত।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় এলডিপির সাংগঠনিক কর্মসূচি শেষ করে ঢাকার মতিঝিল থেকে যাত্রাবাড়ীতে বাসযোগে পৌছান মো: ফয়সাল আহমেদ টিটু। বাসস্ট্যান্ড থেকে বাসায় যাওয়ার পথেই অজ্ঞাতপরিচয় ৭ জন সন্ত্রাসী তাকে পথে আটকিয়ে মারধোর করে। আহত মো: ফয়সাল আহমেদ টিটুকে স্থানীয়রা উদ্ধার করে মর্ডান কিউর হাপাতালে নেন।

মো: ফয়সাল আহমেদ টিটুর পরিবার অভিযোগ করেছে, বিরোধীদলীয় রাজনৈতিক সন্ত্রাসীরা তার উপর এ হামলা চালিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানাযায়।

এমন আরো সংবাদ

Back to top button