দেশ

বুধবার ঢাকায় আসছেন জার্মান পার্লামেন্টের ৬ প্রতিনিধি

প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন রেনাতে কুনাস্ট। ছবি: জার্মান দূতাবাস
প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন রেনাতে কুনাস্ট। ছবি: জার্মান দূতাবাস

ঢাকায় আসছে জার্মান পার্লামেন্টের ৬ সদস্যের প্রতিনিধি দল। আগামী বুধবার (২২ ফেব্রুয়ারি) তারা ঢাকায় পৌঁছাবেন, থাকবেন ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

জার্মানি-দক্ষিণ এশীয় পার্লামেন্টারি গ্রুপের চেয়ারপারসন ও সাবেক জার্মান মন্ত্রী রেনাতে কুনাস্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

জার্মানি ও বাংলাদেশর মধ্যে বিরাজিত দৃঢ় সম্পর্ক আরো জোরদার করতে এ সফর বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত জার্মানির দূতাবাস।

গতকাল রোববার (১৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জানানো হয়, সফরকালে প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশের আইন প্রণয়ন ও নির্বাহী বিভাগের প্রতিনিধিদের পাশাপাশি সুশীল সমাজ এবং ব্যবসায়ী মহলের বিভিন্ন সদস্যের সঙ্গে সাক্ষাৎ করবেন।

তারা দুই দেশের ৫০ বছরের দীর্ঘ সম্পর্ক, রাজনীতি, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, বাণিজ্য, অভিবাসন, উন্নয়ন সহযোগিতা এবং নারীর ক্ষমতায়নসহ দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা করবেন।

প্রতিনিধি দলে থাকবেন আরো থাকছেন ড.আন্দ্রে হ্যান, পল লেহরিডার, রিয়া শ্রোডার, আন্দ্রেয়াস লারেম এবং ড. মাল্টে কাউফম্যান।

এমন আরো সংবাদ

Back to top button