দেশহাইলাইটস

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে রাজধানীতে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে রাজধানীতে ডিএমপির ট্রাফিক নির্দেশনাঅমর একুশে ফেব্রুয়ারি বা শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুশৃঙ্খলভাবে পালনের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ থেকে রাজধানীতে গমনাগমন ও কিছু নির্দেশনা জারি করা হয়েছে। আগামীকাল সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটা থেকে মঙ্গলবার সন্ধ্যা সাতটা পর্যন্ত কেন্দ্রীয় শহিদ মিনার ও পার্শ্ববর্তী এলাকাসমূহে রাস্তা বন্ধ বা রোড ডাইভারশন দেওয়া হবে। ডিএমপির জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

যেসব সড়ক বন্ধ থাকবে

১. শাহবাগ ক্রসিং

২. টিএসসি ক্রসিং

৩. দোয়েল চত্বর ক্রসিং

৪. হাইকোর্ট ক্রসিং

৫. শহিদুল্লাহ হল ক্রসিং

৬. জিমনেশিয়াম মাঠের গেইট

৭. রোমানা ক্রসিং

৮. জগন্নাথ হল ক্রসিং

৯. ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য ক্রসিং

১০. নীলক্ষেত ক্রসিং

১১. পলাশী ক্রসিং

১২. বকশি বাজার ক্রসিং

১৩. চাঁনখারপুল ক্রসিং

ওই নির্দিষ্ট সময়ে নগরবাসীকে উপরিল্লিখিত এলাকা/সড়ক পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য ডিএমপি থেকে অনুরোধ করা হয়েছে।

পথ নির্দেশনা :

প্রবেশ নিষেধ :

• বকশি বাজার-জগন্নাথ হল ক্রসিং সড়ক

• চাঁনখারপুল-রোমানা চত্বর ক্রসিং সড়ক

• টিএসসি-শিববাড়ী ক্রসিং সড়ক

• উপাচার্য ভবন-ভাস্কর্য ক্রসিং সড়ক

পায়ে হেঁটে চলাচল :

পলাশী ক্রসিং থেকে শহিদ মিনার হয়ে দোয়েল চত্বর, হাইকোর্ট ক্রসিং, টিএসসি ক্রসিং ও শহীদুল্লাহ হল ক্রসিং দিয়ে যাওয়া যাবে।

গাড়ি পার্কিংয়ের স্থানসমূহ :

→ জিমনেশিয়াম মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় (ভিআইপি)

→ মোকাররম ভবন মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় (আইনশৃঙ্খলা বাহিনী)

→ নীলক্ষেত ক্রসিং-পলাশী ক্রসিং (সর্বসাধারণ)

এমন আরো সংবাদ

Back to top button