
বিশ্বব্যাংকের প্রধান ডেভিড ম্যালপাস পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গত মঙ্গলবার ((১৪ ফেব্রুয়ারি) তিনি জানান, দায়িত্ব শেষ হওয়ার প্রায় এক বছর আগেই পদ থেকে সরে যাবেন। কারণ হিসেবে জলবায়ু পরিবর্তন নিয়ে তার অবস্থান সামনে এসেছে। খবর টাইমস অব ইন্ডিয়া।
২০১৯ সালের এপ্রিলে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত ডেভিড ম্যালপাসকে বিশ্বব্যাংকের ১৩তম প্রেসিডেন্ট ঘোষণা করা হয়। পরের পাঁচ বছরের জন্য এ দায়িত্ব নেন তিনি। দায়িত্বভার নেয়ার পরপরই কভিড-১৯ মহামারী ও ইউক্রেন যুদ্ধের কবলে পড়ে বৈশ্বিক মন্দা ও সংকট দেখে বিশ্বব্যাংক।
এক বিবৃতিতে ম্যালপাস বলেন, অনেক চিন্তার পরে আমি নতুন চ্যালঞ্জ নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন ঊর্ধ্বমুখী বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য নতুন নেতৃত্বের অপেক্ষা করছি।
ম্যালপাস জলবায়ু পরিবর্তনসহ বৈশ্বিক অন্যান্য ইস্যুতে সাম্প্রতিক মাসগুলোতে চাপে ছিলেন। তিনি বেশ কয়েকবার পদত্যাগের দাবির মুখেও পড়েন।মানব সৃষ্ট কার্বন নির্গমন হওয়ার সঙ্গে বৈশ্বিক উষ্ণতার সম্পর্কের সঙ্গে একমত ছিলেন না তিনি। এ নিয়ে কয়েক মাস ধরে হোয়াইট হাউজের সঙ্গে টানাপড়েনের পর পদত্যাগের কথা জানালেন ম্যালপাস।