ধর্মীয়হাইলাইটস

১২ কোটি টাকায় মসজিদ

জন্মভূমির সেবায় দুবাই প্রবাসীর ‘আলতাবনগর’

প্রায় ১০ হাজার মানুষের উপস্থিতিতে মসজিদটির মিম্বরের সামনে দাড়িয়ে আনন্দে কাঁদছিলেন আলতাব হোসেন। তার কান্না দেখে আরও কয়েকশ’ মানুষ কাঁদেন। তার জন্য দোয়া চেয়ে হাত তোলেন। বিদেশ জীবিকার সন্ধানে বিদেশ যাবার আগে আলতাব তার বাবাকে কথা দিয়েছিলেন- ‘যদি ভালো আয় রোজগার করতে পারি তো এলাকার মানুষের জন্য তার অর্ধেক খরচ করবো।’ প্রায় ৩০ বছর আগে দেয়া সেই কথা আলতাব রেখেছেন। দুবাই গিয়েছিলেন সাধারণ শ্রমিক হিসেবে । এখন তার বিশাল পলিব্যাগ তৈরির কারখানা সংযুক্ত আরব আমিরাতের আজমানে। ব্যবসার আয় থেকে আলতাব ধীরে ধীরে এলাকায় জমি কিনেছেন। তারপর সেই জমিতে এলাকার মানুষের জন্য গড়েছেন নানা ধরনের সেবা কেন্দ্র। ১২ কেটি টাকা ব্যায়ে মসজিদ-মাদরাসা কমপ্লেক্সসহ ব্যতিক্রমী এক সেবাকেন্দ্রে এলাকার ৫ হাজারেরও বেশি মানুষ উপকৃত হচ্ছেন। রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা হাটে তার ব্যক্তিগত অনুদানে গড়া স্থাপনার এলাকাটির নামই এখন আলতাবনগর। ২৩ ডিসেম্বর শুক্রবার জুমা’র নামাজ দিয়ে চালু হয় আলতাব নগরের আরবীয় ধাঁচের নান্দনিক মসজিদটি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনআরবি কমার্শিয়াল ব্যাংক ও প্রবাসী সিআইপিদের সভাপতি মাহতাবুর রহমান নাসির। উদ্বোধনী দিনে প্রায় ১০ হাজার মুসুল্লী নামাজ পড়েন মসজিদটিতে। অনুষ্ঠানে অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দাতব্য প্রতিষ্ঠানটির উদ্যোক্তা আলতাব হোসেন, সুইডেন প্রবাসী সিআইপি কাজী শাহ আলম ঝুনু, হংকং প্রবাসী সিআইপি এম আর খান শাহীন, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল, মেয়র তাজিমুল ইসলাম শামীম, ঢাকা বিশ্ববিদ্যাল্যয়ের অধ্যাপক ড. মোহাম্মদ শওকত আলী, চতরা ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহীন। এ ধরনের উদ্যোগ প্রবাসীদের দেশপ্রেম ও জনসেবায় আরও উদ্বুদ্ধ করবে বলে অনুষ্ঠানে জানান, অতিথিরা।

এমন আরো সংবাদ

Back to top button