জলবায়ু পরিবর্তন

শার্ম আল শেখের সম্মেলন কেন্দ্র এখন প্রতিবাদ মুখর

karamot ullah cop 27জলবায়ুর ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাংলাদেশে বিলিয়ন ডলারের বিশেষ প্রকল্প শুরু করতে যাচ্ছে বিশ্বব্যাংক। মিশরে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনে এমন ঘোষণা দিয়েছেন সংস্থাটির উর্ধতনরা। এঘটনায় এবারের জলবায়ু সম্মেলনে বাংলাদেশের সাফল্য নিয়ে আশাবাদী জলবায়ু বিশেষজ্ঞ ও নেতৃস্থানীয়রা । ৬ নভেম্বর থেকে শুরু জাতিসংঘের এ সম্মেলন শেষ হচ্ছে কাল (১৮ নভেম্বর)।

বিভিন্ন দেশ-মহাদেশ থেকে আসা পরিববেশ ও জলবায়ু কর্মীরা এ সম্মেলনেই সুস্পষ্ট ঘোষণা চাইছেন বিশ্ব নেতাদের কাছ থেকে। মঙ্গলবার থেকে দ্বিতীয় দফায় শুরু হয়েছে উচ্চ পর্যায়ের দর কষাকষি। এতে বিশ্ব সংস্থাগুলোও পড়েছে চাপের মুখে। বিশ্ব ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ঠেসে ধরা হয়েছে সুস্পষ্ট ভবিষ্যত পরিকল্পনা জানাতে। জানাচ্ছেনও তারা।

মিশরের এবারের সম্মেলনে বেসরকারি সংস্থাগুলোর পক্ষে নেতৃত্ব দিচ্ছেন খ্যাতিমান পরিবেশ বিজ্ঞানী অধ্যাপক সেলিমুল হক। এবারের জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রাপ্তি নিয়ে আশাবাদী তিনি।

সরকারি প্রতিনিধিরা বলছেন, যেহেতু জলবায়ু ক্ষতিগ্রস্থ দেশগুলোর নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তিনি এই বিশ্ব সম্মেলনে আসলে বাংলাদেশের সাফল্য আরও বড়ো হতো। নানামুখি তর্ক বিতর্কে এর আগে কয়েকটি সম্মেলন নির্ধারিত সময়ে শেষ করা যায়নি। এবার তেমনটা হতে দিতে চাননা আয়োজকরা। শেষের দিনই শার্ম আল শেখের চুড়ান্ত ঘোষণা প্রকাশের দাবিও তোলা হচ্ছে জোরেশোরে।

এমন আরো সংবাদ

Back to top button