অর্থনীতিহাইলাইটস

আইএমএফের ঋণ পাচ্ছে বাংলাদেশ, জানালেন অর্থমন্ত্রী

 অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ফাইল ছবি
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ফাইল ছবি

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে আমরা যেভাবে ঋণ চেয়েছিলাম, সংস্থাটি আমাদের সেভাবেই ঋণ দিতে রাজি হয়েছে। আশা করছি আগামী ফেব্রুয়ারি মাসে ঋণের প্রথম কিস্তি পাব। ২০২৬ সালের মধ্যে প্রতিশ্রুত সব ঋণ পাওয়া যাবে।

আজ বুধবার আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

ঋণের পরিমাণ উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, আমরা আইএমএফের কাছ থেকে সাত কিস্তিতে প্রায় সাড়ে চার বিলিয়ন মার্কিন ডলার ঋণ পাব। আগামী বছর ফেব্রুয়ারিতে প্রথম কিস্তি এবং ২০২৬ সালের মধ্যে সব অর্থ পাওয়া যাবে।

এর আগে আজ সকালেই সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত অপর এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ঋণ আমরা নেব, তবে কঠিন শর্তে না।’ বেশ কয়েকদিন ধরে আইএমএফের প্রতিনিধি দল বাংলাদেশে, সে ক্ষেত্রে ঋণ নেওয়া হচ্ছে কি না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্ব সংকট আমাদের জাতীয় জীবনে সংকট নিয়ে আসছে। মানুষের জীবনযাত্রার খরচ বাড়ছে। ভাবতে পারেন ব্রিটেনে কস্ট অফ লিভিং ৮০% বেড়েছে। এখন দ্রব্যমূল্যের বৃদ্ধির গতিটা একটু কমছে। আশা করছি আস্তে আস্তে স্বস্তিতে আসবে। শান্তি মুখে বললেও বাস্তবে দ্রুত সম্ভব না।’ ওবায়দুল কাদের বলেন ‘আমাদের এখানে ডলারের সংকট আছে। আইএমএফের ঋণ আমরা গ্রহণ করবো, তবে কঠিন শর্ত মেনে না। আলাপ আলোচনা চলছে, অর্থ আমরা নেব, কঠিন শর্তে না।’

এমন আরো সংবাদ

Back to top button